ঢাকা, বৃহস্পতিবার, ৬ ভাদ্র ১৪৩২, ২১ আগস্ট ২০২৫, ২৬ সফর ১৪৪৭

ক্রিকেট

থিকশানাকে সরিয়ে শীর্ষে দক্ষিণ আফ্রিকার মহারাজ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:২৯, আগস্ট ২০, ২০২৫
থিকশানাকে সরিয়ে শীর্ষে দক্ষিণ আফ্রিকার মহারাজ সংগৃহীত ছবি

দক্ষিণ আফ্রিকার বাঁহাতি স্পিনার কেশব মহারাজ আবারও আইসিসির ওয়ানডে বোলারদের র‍্যাংকিংয়ে এক নম্বরের আসন দখল করেছেন। মঙ্গলবার কেয়ার্নসে অস্ট্রেলিয়ার বিপক্ষে ক্যারিয়ারের প্রথম ওয়ানডে পাঁচ উইকেট তুলে নেওয়ার পর তিনি শ্রীলঙ্কার মাহিশ থিকশানাকে সরিয়ে আবার শীর্ষে ওঠেন।

৩৫ বছর বয়সী অভিজ্ঞ এই স্পিনার ১০ ওভারে ৩৩ রান দিয়ে ৫ উইকেট নিয়ে দলকে ৯৮ রানের দুর্দান্ত জয় এনে দেন। এর সুবাদেই তিনি দুই ধাপ এগিয়ে থিকশানা (২য়) ও ভারতের কুলদীপ যাদবকে (৩য়) পেছনে ফেলেছেন। উল্লেখ্য, ২০২৩ সালের নভেম্বরেও মহারাজ একবার ওয়ানডের এক নম্বর বোলার হয়েছিলেন।

দক্ষিণ আফ্রিকার ব্যাটারদেরও সুখবর আছে সর্বশেষ র‍্যাংকিংয়ের আপডেটে। এইডেন মার্করাম চার ধাপ এগিয়ে ২১তম এবং টেম্বা বাভুমা পাঁচ ধাপ উঠে ২৩তম স্থানে পৌঁছেছেন।

অস্ট্রেলিয়ার হয়ে অধিনায়ক মিচেল মার্শ অসাধারণ ৮৮ রানের ইনিংস খেলায় ছয় ধাপ এগিয়ে ব্যাটারদের তালিকায় ৪৮তম হয়েছেন। ওয়েস্ট ইন্ডিজের শাই হোপ দুই ধাপ এগিয়ে নবম স্থানে জায়গা করে নিয়েছেন। অন্যদিকে, ওয়েস্ট ইন্ডিজের পেসার জেডেন সিলস ১৫ ধাপ লাফিয়ে উঠে ১৮তম স্থানে এবং পাকিস্তানের আবরার আহমেদ ১৫ ধাপ এগিয়ে যৌথভাবে ৩৯তম স্থানে আছেন।

টি-টোয়েন্টি সিরিজ শেষ হওয়ার পর সেখানকার র‍্যাংকিংয়েও বড়সড় পরিবর্তন এসেছে। দক্ষিণ আফ্রিকার তরুণ ব্যাটার ডেওয়াল্ড ব্রেভিস ৯ ধাপ এগিয়ে ১২তম স্থানে, অস্ট্রেলিয়ার মিচেল মার্শ চার ধাপ উঠে ২৫তম এবং গ্লেন ম্যাক্সওয়েল ১০ ধাপ এগিয়ে ৩০তম হয়েছেন।

টি-টোয়েন্টি বোলারদের তালিকায় অস্ট্রেলিয়ার নাথান এলিস তিন ধাপ এগিয়ে নবম, আর জশ হ্যাজলউড দুই ধাপ উঠে ১৮তম স্থানে অবস্থান করছেন।

এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।