দুবাইয়ে বাংলাদেশের বিপক্ষে সুপার ফোর ম্যাচে ব্যাট হাতে দারুণ সূচনা করেও প্রত্যাশিত বড় সংগ্রহ গড়তে পারেনি ভারত। অভিষেক শর্মার ঝড়ো ব্যাটিংয়ে দলটি এগিয়ে গেলেও টাইগার বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে শেষ পর্যন্ত ২০ ওভারে ৬ উইকেটে ১৬৮ রানে থেমে যায় তারা।
ইনিংসের শুরুতেই দেখা মেলে অভিষেক ঝড়ের। মাত্র ৩৭ বলেই তিনি খেলেন ৭৫ রানের বিধ্বংসী ইনিংস, যেখানে ছিল ৬টি চার ও ৫টি ছক্কার মার। তাকে সঙ্গ দেন শুভমান গিল। তিনি ১৯ বলে করেন ২৯ রান। তবে এ দুজনের বিদায়ের পর আর কেউ বড় ইনিংস খেলতে পারেননি।
মাঝে হার্দিক পান্ডিয়া কিছুটা প্রতিরোধ গড়লেও (২৯ বলে ৩৮ রান), শেষদিকে চাপ সামলাতে ব্যর্থ হয় ভারতীয় ব্যাটিং লাইনআপ। সূর্যকুমার যাদব (৫), তিলক ভার্মা (৫) ও শিবম দুবে (২) বড় ভূমিকা রাখতে ব্যর্থ হন। শেষ পর্যন্ত অক্ষর প্যাটেলের অপরাজিত ১০ রানে ভর করে ইনিংস গুটিয়ে যায় ১৬৮ রানে।
বাংলাদেশি বোলাররা শুরুতে ব্যর্থ হলেও মাঝ ও শেষের দিকে ঘুরে দাঁড়ান। রিশাদ হোসেন ৩ ওভারে ২৭ রান দিয়ে নেন গুরুত্বপূর্ণ ২ উইকেট। মোস্তাফিজুর রহমান ৪ ওভারে ৩৩ রান খরচায় শিকার করেন সূর্যকুমার যাদবকে। এছাড়া তানজিম হাসান সাকিব ১ উইকেট নিয়ে ছিলেন কৃপণ (৪-০-২৯-১)। সাইফউদ্দিনও পান একটি উইকেট।
সব মিলিয়ে দারুণ শুরুর পরও ভারতকে ১৬৮ রানে আটকে দিতে সক্ষম হয় বাংলাদেশ। জয়ের জন্য বাংলাদেশের লক্ষ্য ১৬৯ রান।
এফবি