ঢাকা, বুধবার, ২২ আশ্বিন ১৪৩২, ০৮ অক্টোবর ২০২৫, ১৫ রবিউস সানি ১৪৪৭

ক্রিকেট

ইনজুরিতে মারুফা, অনিশ্চিত পরের ম্যাচ

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:১২, অক্টোবর ৮, ২০২৫
ইনজুরিতে মারুফা, অনিশ্চিত পরের ম্যাচ মারুফা

নারী ওয়ানডে বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে ইনজুরিতে পড়েছেন পেসার মারুফা আক্তার।  দুর্দান্ত সূচনা করেও চোটের কারণে শেষ পর্যন্ত হতাশায় ভুগেছেন বাংলাদেশের তরুণ এই পেসার।


ইনিংসের শুরুতেই আগুন ঝরানো স্পেলে মাত্র ৫ ওভারে ২৮ রান খরচায় তুলে নেন ২টি মূল্যবান উইকেট। এমি জোনস ও ট্যামি বিয়ামন্টকে ফিরিয়ে ইংল্যান্ডকে চাপে ফেলেন তিনি।


 তবে পঞ্চম ওভারের শেষ দিকেই পায়ের পেশিতে টান অনুভব করায় আর বোলিং চালিয়ে যেতে পারেননি এই পেসার। তার অনুপস্থিতিতে দলের পরিকল্পনায় ভাটা পড়ে, মধ্য ওভারে প্রয়োজনীয় ব্রেকথ্রু পায়নি বাংলাদেশ। ম্যাচটি শেষ পর্যন্ত ৪ উইকেটে জিতে নেয় ইংল্যান্ড।


এর আগের ম্যাচেই পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছিলেন মারুফা। তিনি ৪ ওভারে মাত্র ১২ রান খরচায় নিয়েছিলেন ৩ উইকেট, যার মধ্যে দুটি ছিল টপ অর্ডারের গুরুত্বপূর্ণ ব্যাটার। সেই ধারাবাহিকতা নিয়েই ইংল্যান্ডের বিপক্ষে শুরু করেছিলেন তিনি, কিন্তু চোটে বাধাগ্রস্ত হয় সেই গতি।  


দলের চিকিৎসক জানিয়েছেন, তার অবস্থা পর্যবেক্ষণে রাখা হয়েছে। পরবর্তী ম্যাচে খেলার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে ফিটনেস রিপোর্টের ভিত্তিতে।


এফবি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।