ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনে আজ একাই ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নিলেন ভারতীয় স্পিনার কুলদীপ যাদব। তার ঘূর্ণি জাদুতে প্রথম ইনিংসে মাত্র ২৪৮ রানে গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ।
দিনের শুরুতে ৬.৩ ওভার অপেক্ষার পরই দলকে প্রথম সাফল্য এনে দেন কুলদীপ। ৫৭ বলে ৩৬ রান করা শাই হোপকে ফিরিয়ে দেন তিনি। এক ওভার পরই ফেরান নাইটওয়াচম্যান টেভিন ইমলাককে। এরপর জাস্টিন গ্রিভসকে এলবিডব্লিউ করে সকালে তৃতীয় শিকার ধরেন এই ‘চায়নাম্যান’ বোলার।
নিয়মিত ব্যবধানে উইকেট হারিয়ে ১৭৫ রানে ৮ উইকেট হারিয়ে ফেলে ওয়েস্ট ইন্ডিজ। তবে খারি পিয়েরে ও অ্যান্ডারসন ফিলিপের জুটিতে খানিকটা প্রতিরোধ গড়ে অতিথিরা। তারা লাঞ্চ পর্যন্ত দলকে টেনে নিয়ে যান ৪৬ রানের জুটিতে।
তবে লাঞ্চের পর প্রথম ওভারেই জসপ্রিত বুমরাহ ফেরান পিয়েরে’কে (২৩)। এরপর ফিলিপ ও জেডেন সিলস কিছুটা প্রতিরোধ গড়লেও কুলদীপের কাছে টিকতে পারেননি সিলস। এলবিডব্লিউয়ের ফাঁদে পড়ে ১৩ রানে ফেরেন তিনি।
এর মধ্য দিয়ে কুলদীপ তুলে নেন ক্যারিয়ারের পঞ্চম পাঁচ উইকেট; যা কোনো বাঁহাতি লেগ স্পিনারের যৌথ সর্বোচ্চ। ইংল্যান্ডের জনি ওয়ার্ডলের রেকর্ড ছুঁলেও কুলদীপ হয়েছেন সবচেয়ে দ্রুত এই মাইলফলক স্পর্শকারী, মাত্র ১৫ টেস্টে।
দুই ইনিংস মিলিয়ে ভারতের লিড দাঁড়ায় ২৭০ রানে। এরপরই ফলো-অন দিতে বাধ্য করা হয় ওয়েস্ট ইন্ডিজকে। স্পিনার রবীন্দ্র জাদেজা দ্বিতীয় দিনে নিয়েছিলেন তিন উইকেট, আর পেসার বুমরাহ ও মোহাম্মদ সিরাজ পান একটি করে উইকেট।
ফলো-অনে ব্যাট করতে নেমে দ্বিতীয় ইনিংসের শুরুতেই বিপাকে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। ৩৫ রানে দুই উইকেট হারিয়ে টি-ব্রেকে যায় দলটি। দুটি উইকেট ভাগ করে নেন ওয়াশিংটন সুন্দর ও মোহাম্মদ সিরাজ।
আরইউ