ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ জয়ের লক্ষ্যে আজ মাঠে নামছে বাংলাদেশ। মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে দুপুর দেড়টায় সিরিজের দ্বিতীয় ওয়ানডেটি শুরু হবে।
প্রথম ম্যাচে রিশাদ হোসেনের ঘূর্ণি জাদুতে ওয়েস্ট ইন্ডিজ স্পিনে বিধ্বস্ত হয়েছিল, যা বাংলাদেশকে সহজ জয় এনে দেয়। ব্যর্থতার বৃত্ত ভাঙার সেই আত্মবিশ্বাস নিয়েই আজ মাঠে নামছে স্বাগতিকরা।
মিরপুরের উইকেট নিয়ে আগে থেকেই আলোচনা ছিল। প্রথম ওয়ানডেতে স্পিনারদের সাফল্যের পর দ্বিতীয় ম্যাচেও টিম ম্যানেজমেন্ট স্পিন আক্রমণ আরও বাড়ানোর ইঙ্গিত দিয়েছে। সেই লক্ষ্যেই দলে যোগ করা হয়েছে বাঁহাতি স্পিনার নাসুম আহমেদকে। রোটেশনের অংশ হিসেবে আজ তার একাদশে সুযোগ পাওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
অন্যদিকে, উইকেটের আচরণ এবং প্রথম ম্যাচের হার থেকে শিক্ষা নিয়ে ওয়েস্ট ইন্ডিজও দলে পরিবর্তন এনেছে। তারা বাঁহাতি স্পিনার আকিল হোসেনকে ফিরিয়ে এনে স্পিন বিভাগকে শক্তিশালী করেছে। এছাড়া, নতুন মুখ হিসেবে দলে জায়গা পেয়েছেন বাঁহাতি পেসার সাইমন্ডস। তবে চোটের কারণে এই ম্যাচ থেকে ছিটকে গেছেন পেসার শামার জোসেফ ও জেডাইয়া ব্লেডস।
বাংলাদেশ একাদশে ঠিক কী পরিবর্তন আসছে, তা অবশ্য এখনো স্পষ্ট নয়। দলের স্পিন কোচ মুশতাক আহমেদও সংবাদ সম্মেলনে এ নিয়ে ধোঁয়াশা রেখে বলেছেন, 'একাদশ কী হবে, সেটা ম্যাচ শুরুর পরই জানতে পারবেন। আমিও এখনো নিশ্চিত নই। '
তবে উইকেট নিয়ে খুব একটা মাথা ঘামাতে নারাজ ক্যারিবীয় শিবির। দলের অলরাউন্ডার খারি পিয়েরে জানিয়েছেন, 'উইকেট যাই হোক না কেন, আমাদের মানিয়ে নিতে হবে। পরিস্থিতি বুঝে সঠিক পরিকল্পনায় খেলাই মূল বিষয়। '
এফবি/এমএইচএম