ঢাকা, শুক্রবার, ৮ কার্তিক ১৪৩২, ২৪ অক্টোবর ২০২৫, ০২ জমাদিউল আউয়াল ১৪৪৭

ক্রিকেট

জ্যাম্পার দারুণ বোলিংয়ের পর শর্ট-কনোলির ব্যাটে সিরিজ অস্ট্রেলিয়ার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৫০, অক্টোবর ২৩, ২০২৫
জ্যাম্পার দারুণ বোলিংয়ের পর শর্ট-কনোলির ব্যাটে সিরিজ অস্ট্রেলিয়ার

অ্যাডিলেডে আজ দ্বিতীয় ওয়ানডেতে দুর্দান্ত জয় পেয়েছে অস্ট্রেলিয়া। ২৬৪ রানের লক্ষ্য ২২ বল হাতে রেখেই ছুঁয়ে ফেলে তারা।

দুই উইকেটের এই জয়ে এক ম্যাচ হাতে রেখেই তিন ম্যাচের সিরিজ নিজেদের করে নিয়েছে স্বাগতিকরা।

অস্ট্রেলিয়ার জয়ের নায়ক ব্যাট হাতে ম্যাথু শর্ট ও কুপার কনোলি, আর বল হাতে লেগ স্পিনার অ্যাডাম জ্যাম্পা। ক্যারিয়ারসেরা বোলিংয়ে ৬০ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচসেরা নির্বাচিত হন জ্যাম্পা। তার সঙ্গে পেসার জাভিয়ের বার্টলেট নিয়েছেন ৩৯ রানে ৩ উইকেট, আর অভিজ্ঞ মিচেল স্টার্কের প্রাপ্তি ২টি উইকেট।

ভারতের ইনিংসের সপ্তম ওভারে জোড়া আঘাত হানেন বার্টলেট। গিল ও কোহলির পরপর বিদায়ে ধাক্কা খায় ভারত। এরপর রোহিত শার্মা ও শ্রেয়াস আইয়ারের ব্যাটে ঘুরে দাঁড়ায় তারা, তবে মিডল অর্ডারে ছোবল দেন জ্যাম্পা। ফলে নির্ধারিত ৫০ ওভার শেষে ভারতের সংগ্রহ দাঁড়ায় ২৬৪।

রোহিত খেলেন ৭৩ রানের ইনিংস, যাতে ছিল ২ ছক্কা ও ৭টি চার। শ্রেয়াস আইয়ার ৭৭ বলে করেন ৬১ রান, আর আকসার প্যাটেল ৫ চারে ৪৪ রান যোগ করেন। শেষ দিকে হার্শিত রানার ১৮ বলে ২৪ রানের ইনিংসে মোটামুটি লড়াইয়ের মতো পুঁজি গড়ে ভারত।

রান তাড়ায় অস্ট্রেলিয়ার শুরুটা খুব উজ্জ্বল ছিল না। পাওয়ার প্লেতে মাত্র ৪২ রান তুলতেই আউট হন অধিনায়ক মিচেল মার্শ। এরপর ট্রাভিস হেড করেন ৪০ বলে ২৮ রান। তবে ইনিংসের আসল রূপ দেয় শর্ট ও কনোলির ব্যাট। দুজনের ব্যাটে ভর করে জয় পেয়ে যায় স্বাগতিকরা।

তিনে নেমে শর্ট খেলেন ক্যারিয়ারসেরা ইনিংস। ৭৮ বলে ৭৪ রানের দারুণ ইনিংসে আসে ২ ছক্কা ও ৪টি চার। অপর প্রান্তে দৃঢ় ছিলেন কনোলি। দায়িত্বশীল ব্যাটিংয়ে ৫৩ বলে ৬১ রান করেন তিনি, যাতে ছিল ১ ছক্কা ও ৫টি চার। এই ইনিংসেই ফিফটির দেখা পান তরুণ এই অলরাউন্ডার।

এর আগে আর্শদিপ সিং, আকসার প্যাটেল ও ওয়াশিংটন সুন্দারের বোলিংয়ে কিছুটা চাপে পড়েছিল অস্ট্রেলিয়া। তবে ২৩ বলে ৩৬ রানের ঝোড়ো ইনিংস খেলে ম্যাচে গতি আনেন মিচেল ওয়েন। হার্শিত রানার ও আকসারের ওভারে ছক্কা হাঁকিয়ে দলকে জয়ের কাছাকাছি নিয়ে আসেন তিনি।

শেষ দিকে ব্যাট হাতে ঠান্ডা মাথায় খেলেছেন কনোলি। স্টার্ক ও বার্টলেট ফিরে গেলেও তিনিই দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন।

সিডনিতে আগামী শনিবার হবে তৃতীয় ও শেষ ওয়ানডে।  

আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।