ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

প্রথম বিজয় ইউসিবি বিসিবি একাদশের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৬ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৩

সিলেট: বিজয় দিবস টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের প্রথম বিজয় ছিনিয়ে এনেছে তামিম ইকবালের ইউসিবি বিসিবি একাদশ।

রোববার ১৪০ রানের জয়ের লক্ষে খেলতে নেমে ৬ উইকেট হারিয়ে শেষ বলে জয় ছিনিয়ে আনে ইউসিবি-বিসিবি একাদশ।

শুরুতে দুই উইকেট হারিয়ে চাপে পড়ে বিসিবি-ইউসিবি একাদশ।

৪র্থ উইকেট জুটিতে তামিম ও মিঠুন ৮৯ রান যোগ করে ইউসিবি-বিসিবি একাদশকে জয়ের আশা দেখান। দলীয় ১০৪ রানের মধ্যে ৪৩ রান করে ফিরে যান তামিম।

তবে নাইম ও মিঠুনের ব্যাটে শেষ বলে জয় তুলে নেয়  ইউসিবি-বিসিবি একাদশকে।

মিতুন ৪৪ বলে ৬৭ রান করে অপরাজিত থাকেন। আবাহনী লিমিটেডের পক্ষে শুভাশিস রায় ২টি, নাবিদ সামাদ ও রেজা ১টি করে উইকেট লাভ করেন।

এর আগে দুপুরে ব্যাট করতে নেমে মুশফিকুর রহিমের আবাহনী লিমিটেড প্রথম ওভারে আফতাব ও সৌম্য ২ রান যোগ করেন।

দলীয় ৪ রানের মাথায় ব্যক্তিগত ১ রান করে সৌম্যকে ফিরিয়ে দেন তরুণ বোলার আল-আমিন। দ্বিতীয় উইকেট জুটিতে আফতাব ও মিজানুর ৩২ রান যোগ করেন। ৮ বলে ১৮ রান করে ফিরে যান মিজানুর।

এরপর শূন্য রানে মুশফিকুরকে ফিরিয়ে দেন দেলওয়ার।

২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩৯ রান করেছে আবাহনী লিমিটেড। ফরহাদ রেজা ১৭ ও নাবিল ১ রান নিয়ে অপরাজিত থাকেন।

অন্যদিকে, তামিমদের ইউসিবি-বিসিবি একাদশ (সবুজ দল) ১৪০ রানের টার্গেট নিয়ে মাঠে নেমে ৬ উইকেটে জয় ছিনিয়ে আনেন।
 
এদিকে, সন্ধ্যায়  বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ও মাশরাফি মুখোমুখি হচ্ছেন।

এছাড়া, সোমবার দুপুর ১টায় আবাহনী-মোহামেডান এবং বিকেল ৫টায় প্রাইম ব্যাংক-ইউসিবি, ২৫ ডিসেম্বর দুপুর ১টায় প্রাইম ব্যাংক-আবাহনী বিকেল ৫টায় ইউসিবি-মোহামেডান, ২৬ ডিসেম্বর দুপুর ১টায় আবাহনী-ইউসিবি, বিকেল ৫টায় প্রাইম ব্যাংক মুখোমুখি হবে মোহামেডানের। বাকি ম্যাচগুলো ২৮, ২৯ ডিসেম্বর মিরপুর শেরে-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে ৩১ ডিসেম্বর মিরপুর শেরে-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে।

বাংলাদেশ সময়: ২১২৮ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৩
সম্পাদনা: মিলিতা বাড়ৈ, নিউজরুম এডিটর, আশিস বিশ্বাস, অ্যাসিস্ট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।