ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

টেন্ডুলকারের রেকর্ড ভাঙলেন কুক

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৭ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৩
টেন্ডুলকারের রেকর্ড ভাঙলেন কুক অ্যালিস্টার কুক

মেলবোর্ন: ইংল্যান্ডের অধিনায়ক অ্যালিস্টার কুক কনিষ্ঠতম ব্যাটসম্যান হিসেবে টেস্টে আট হাজার মাইলফলক ছুঁলেন। পেছনে ফেললেন ভারতীয় ব্যাটিং গ্রেট শচীন টেন্ডুলকারকে।



মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে শনিবার অস্ট্রেলিয়াকে ২০৪ রানে গুটিয়ে দিয়ে চতুর্থ টেস্টের দ্বিতীয় ইনিংস খেলতে নামে ইংল্যান্ড। মাইকেল কারবেরির সঙ্গে উদ্বোধনী জুটিতে ৫৪ রান সংগ্রহের পথে এই রেকর্ড গড়েন কুক।

২৯ বছর বয়সী ইংলিশ ওপেনার ২১ দিনের ব্যবধানে শচীনের রেকর্ড ভাঙলেন।

এছাড়া ইংল্যান্ডের ষষ্ঠ ব্যাটসম্যান হিসেবে ১০১ ম্যাচ খেলে আট হাজার রানের ক্লাবে নাম লিখালেন কুক। চলতি অ্যাশেজ সিরিজে পার্থে একই কীর্তি গড়েন তার সতীর্থ কেভিন পিটারসেন।

অন্য চার ইংলিশ ব্যাটসম্যানরা হলেন জিওফ্রে বয়কট (৮,১১৪), ডেভিড গাওয়ার (৮,২৩১), অ্যালেক স্টুয়ার্ট (৮,৪৬৩) ও গ্রাহাম গুচ (৮,৯০০)।

বাংলাদেশ সময়: ১৫১৭ ঘণ্টা, ২৮ ডিসেম্বর ২০১৩
সম্পাদনা: ফাহিম হোসেন মাজনুন, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।