ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ভাগ্যকে সহায় মানছেন কৌশল

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪১ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৪
ভাগ্যকে সহায় মানছেন কৌশল ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ক্যাচ মিসের মহড়ায় নেমেছিল যেন বাংলাদেশের ফিল্ডাররা। সুযোগ পেয়ে ক্যারিয়ারের অভিষেক টেস্ট শতক পেলেন শ্রীলঙ্কার ওপেনার কৌশল সিলভা।

দিনশেষে সাংবাদিক সম্মেলনে এসে ভাগ্যকে সহায় মানলেন ইনিংস সেরা ১৩৯ রান করা এই ব্যাটসম্যান।

সপ্তম টেস্টে অভিষেক শতক পাওয়া কৌশল বলেন,‘এতোগুলো সুযোগ পাওয়াটা ভাগ্যের। ভাগ্য আজ আমাকে সহায়তা করেছে। আমি সেই সুযোগগুলো কাজে লাগিয়ে শতক তুলে নিতে সক্ষম হয়েছি। অবশ্যই শতক পাওয়ার পর ভালো লাগছে। ’
 
নিজে আউট হলেও মাহেলা জয়াবর্ধনে ব্যাটিং ক্রিজে থাকায় সংগ্রহটা বড় হবে বিশ্বাস এই ওপেনারের,‘আমরা আজ প্রায় তিন শতাধিক রান করেছি। আমাদের জন্যে দিনটা ভালো গেছে। আমরা শেষ দিকে দুটি উইকেট হারিয়েছি। কিন্তু তারপরও আমাদের ব্যাটসম্যানরা রান তুলে নিতে সক্ষম হয়েছে। মাহেলা এখনো ক্রিজে রয়েছে। তৃতীয় দিন সারাদিন বা দুই সেশন ব্যাটিং করতে পারলে আমরা স্কোরবোর্ডে ভালো একটা রান জমা করতে পারবো। ’

প্রথম টেস্ট শতকটি এসেছে কুমার সাঙ্গাকারার সঙ্গে ১৫৫ রানের সেরা জুটি গড়ার পথে। অভিজ্ঞ সতীর্থকে অনুপ্রেরণা মানছেন কৌশল,‘ক্রিজেই আমি তার কাছ থেকে পরামর্শ চাইতাম। তার সঙ্গে ক্রিজে থাকাটা অনেক বড় কিছু। সে আমাকে যথেষ্ট অনুপ্রেরণা জুগিয়েছে। ’
 
উইকেটের ধরনেও পরিবর্তন এসেছে জানালেন তিনি,‘প্রথম দিন উইকেট বেশ দ্রুতগতির ছিল। এদিন বল বেশ ধীরে আসছিল। বিকেলে বল অনেক ঘুরছিল। ব্যাটিং করতে সমস্যা হয়েছে। স্পিনাররা সুযোগ পেয়েছে। ’
 
শতকের সময় স্বাভাবিক খেলার চেষ্টা করেছেন কৌশল,‘শতকের সময়ে আমি চিন্তা করেছিলাম যে আমি আমার স্বাভাবিক খেলাটাই খেলবো। স্বাভাবিক খেলেই আমি আমার শতক তুলে নিয়েছি। একটা বাউন্ডারি মেরেছিলাম। এছাড়া ক্রিজে থাকা অবস্থায় বাজে বল গুলোর অপেক্ষায় ছিলাম। যেগুলো বেশ কাজে দিয়েছে। ’

বাংলাদেশ সময়: ১৯৩১ ঘণ্টা, ২৮ জানুয়ারি ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।