ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

ক্রিকেট

নিজেদের কন্ডিশনে সবাই ফেভারিট

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৪ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৪
নিজেদের কন্ডিশনে সবাই ফেভারিট ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: টি-টোয়েন্টি বিশ্বকাপ বাংলাদেশে হওয়ায় এশিয়ার দলগুলো ফেভারিট বলে মন্তব্য করেছেন অস্ট্রেলিয়া ক্রিকেট টিমের অধিনায়ক জর্জ বেইলি।

মঙ্গলবার সকালে রাজধানীর রূপসী বাংলা হোটেলে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।



তিনি বলেন, ‘নিজেদের কন্ডিশনে এশিয়ার দলগুলো ফেভারিট। আগামী বিশ্বকাপ ক্রিকেট নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ায় হওয়ায় আমরাও বেশি সুবিধা পাবো। তবে আমরা এখানে ওয়ার্মআপ ম্যাচ খেলবো। কোয়ালিফাইং ম্যাচগুলো থেকে কন্ডিশনের সঙ্গে খাপ খাওয়ানোর চেষ্টা করবো। ’

দলে এ্যারন ফিঞ্চের জায়গা পাওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘ফিঞ্চ খুবই ভালো ক্রিকেট খেলে। ওয়ার্নারের সঙ্গে সে ব্যাটিং শুরু করবে এবং ওয়াটসন ৩ নম্বরে ব্যাট করবে। ’
 
ওয়ার্ল্ডকাপে অধিনায়কত্ব পাওয়া প্রসঙ্গে বেইলি বলেন, ‘চেষ্টা করবো আগেরমত ধারাবাহিকভাবে নিজের সেরা খেলাটা খেলতে, দলকে নেতৃত্ব দিয়ে বিশ্বকাপ জয়ে ভূমিকা রাখবো। ’

সম্প্রতি বেইলিকে আইপিএলের দল কিংস ইলেভেন পাঞ্জাবের অধিনায়কত্ব দেওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘এখন শুধুই বিশ্বকাপ, আর কিছুই না। বিশ্বকাপ শেষে এগুলো নিয়ে ভাববো। ’
 
টিম অস্ট্রেলিয়া: জর্জ বেইলি (অধিনায়ক), ড্যান ক্রিশ্চিয়ান, কৌল্টার নাইল, জেমস ফকনার, এ্যারন ফিঞ্চ, ব্র্যাড হ্যাডিন (উইকেট কিপার), ব্র্যাড হজ, ব্র্যাড হগ, গ্লেন ম্যাক্সওয়েল, জেমস মুইরহেড, মিচেল স্টারক, ডেভিড ওয়ার্নার, শেন ওয়াটসন, ক্যামেরুন হোয়াইট ও ডগ বোলিঙ্গার।

বাংলাদেশ সময়: ১৩০৩ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।