ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

ক্রিকেট

ডাচদের চেপে ধরেছে জিম্বাবুয়ে

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৩ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৪
ডাচদের চেপে ধরেছে জিম্বাবুয়ে

সিলেট স্টেডিয়াম থেকে: টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে টস জিতে ব্যাটিং নিয়েছে নেদারল্যান্ডস। টানা জয়ের লক্ষ্যে শুরুতেই হোঁচট খেয়েছে ডাচরা।

প্রসপার উতসেয়ার ঘূর্ণিতে ৩৫ রানের মধ্যে চার উইকেট হারায় তারা।

ব্যাটিংয়ে নেমে একের পর এক উইকেট খোয়াচ্ছে ডাচরা। ১০ ওভারে ৪ উইকেট হারিয়ে ৬২ রান করেছে ডাচরা। ব্যাটিং ক্রিজে থাকা কুপার ভ্রাতৃদ্বয় (টম ও বেন) দলের হাল ধরেছেন।

জিম্বাবুয়ে দল: ব্রেন্ডন টেলর, হ্যামিলটন মাসাকাদজা, ভুসি সিবান্দা, এলটন চিগুম্বুরা, টিমিসেন মারুমা, সিকান্দার রাজা, প্রোসপার উতসেয়া, তিনাসে পানিয়াঙ্গারা, শন উইলিয়ামস, তেন্দাই চাতারা ও নাতসাই মুস্যাঙ্গুই।

নেদারল্যান্ডস দল: পিটার বোরেন, ওয়েসলে বারোস, লোগান ভ্যান, মুদাচ্ছের বুখারি, বেন কুপার, টিম গ্রুইজতার্স, টিম ভ্যান ডার গুজতেন, স্টিফান মিবার্গ,  পিটার সীলার, মিচেল সোয়ার্ট ও টম কুপার।

বাংলাদেশ সময়: ১৫০৫ ঘন্টা, ১৯ মার্চ ২০১৪ আপডেট: ১৬১৭ ঘন্টা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।