ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

সাবেক ক্রিকেটার রকিবুল হাসান আশঙ্কামুক্ত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫১০ ঘণ্টা, মার্চ ২০, ২০১৪
সাবেক ক্রিকেটার রকিবুল হাসান আশঙ্কামুক্ত ফাইল ফটো

ঢাকা: বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও আইসিসির ম্যাচ রেফারি রকিবুল হাসান আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসক।

বুধবার দিবাগত মধ্যরাতে রাজধানীর ল্যাব এইডের কনসালট্যান্ট ডা. রাশেদুজ্জামান বাংলানিউজকে বলেন, তার এনজিওপ্লাস্টি করা হয়েছে।

সবকিছু ঠিক থাকলে তিনদিনের মধ্যে তাকে রিলিজ দেওয়া হবে।

এর আগে হার্ট অ্যাটাক হওয়ায় বুধবার রাত ৯টার দিকে রকিবুল হ‍াসানকে ল্যাব এইডে ভর্তি করা হয়। সেখানে রাত ১০টায় অপারেশনের মাধ্যমে তার হার্টে রিং বসানো হয়।

এখন তিনি ল্যাব এইডের করোনারি কেয়ার ইউনিট-১ (সিসি‌ইউ) এর বেড-১ এ চিকিৎসক অধ্যাপক আবু জাহেরের পর্যবেক্ষণে রয়েছেন।

বুধবার দুপুর থেকেই রকিবুল হাসানের বুকে ব্যথা অনুভূত হচ্ছিল বলে হাসপাতাল সূত্র জানায়।

বাংলাদেশ সময় ০৫০৩ ঘণ্টা, মার্চ ২০, ২০১৪

** সাবেক ক্রিকেটার রকিবুল হাসান হাসপাতালে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।