ঢাকাঃ ২০ মার্চ। বাংলাদেশ ক্রিকেট দলের ওপেনার তামিম ইকবালের ২৫তম জন্মদিন।
জন্মদিনকে স্মরণীয় করে রাখতে ঘরের মাঠে তামিমের ব্যাট জ্বলে উঠবে এমনটিই আশা করছেন দর্শকরা।
২০০৭ সালে টি-টোয়েন্টি ক্রিকেট ক্যারিয়ার শুরু করা তামিম এখনো টি-টোয়েন্টিতে কোনো শতকের মুখ দেখেন নি, রয়েছে তিনটি অর্ধশতক। সর্বোচ্চ স্কোর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৬১ বলে ৮৮ রান।
টি-টোয়েন্টি বিশ্বকাপের কোয়ালিফায়িং রাউন্ডের প্রথম ম্যাচে আফগানিস্তানের সঙ্গে ২১ ও দ্বিতীয় ম্যাচে নেপালের বিপক্ষে ৩০ রান করে আউট হলেও এখনো বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ রান তামিমের।
টি-টোয়েন্টি ক্যারিয়ারে ২৯ ম্যাচ খেলে ৬২৯ রান করেছেন তিনি। টি-টোয়েন্টি ক্যারিয়ারে তামিমের করা সর্বোচ্চ ৮৮ রানের ইনিংসের পরও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচটি জিততে পারেনি টাইগাররা।
বাংলাদেশ জাতীয় দল ছাড়াও এশিয়া একাদশ, বাংলাদেশ এ দল, অনুর্ধ্ব ১৯ দল, বিপিএলে চিটাগাং ও রাজশাহী এবং আইপিএলে পুনে ওয়ারিয়ার্স এবং নিউজিল্যান্ডের ওয়েলিংটনের হয়ে খেলেছেন চট্টগ্রামের তরুণ বামহাতি এ ব্যাটসম্যান।
বাংলাদেশ সময়ঃ ১২০০ ঘণ্টা, মার্চ ২০, ২০১৪