চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম থেকে: ম্যাচের প্রথম ওভারেই তামিম ইকবাল ও সাব্বির রহমানকে হারানোর পর কিছুটা চাপে পড়ে টাইগাররা। তবে সাকিব আল হাসান এবং এনামুল হক বিজয়ের ব্যাট পাল্টা চড়াও হয়েছে হংকংয়ের বোলারদের ওপর।
পাঁচ ওভার শেষে টাইগার ব্যাটসম্যানদের সংগ্রহ দুই উইকেটে ৩৭। এর মধ্যে সাকিব আল হাসান করেছেন ২১ রান (১২ বলে)। বিজয়ের ব্যাট থেকে এসেছে ১৩ রান (১২ বল)।
এর আগে, ম্যাচের প্রথম ওভারেই তামিম-সাব্বিরের উইকেট তুলে নেন হংকং দলের বোলার তানভীর আফজল।
টাইগারদের পক্ষে ব্যাটিং ইনিংসের গোড়াপত্তন করেন তামিম ও বিজয়। হংকং দলের পক্ষে প্রথম ওভারের বল হাতে নেন তানভীর।
বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টায় চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হওয়া এই ম্যাচে টসে জিতে বাংলাদেশ দলকে ব্যাটিংয়ে পাঠান হংকং অধিনায়ক জে জে আতকিনসন।
বাংলাদেশ সময়: ১৯৪৯ ঘণ্টা, মার্চ ২০, ২০১৪
**প্রথম ওভারেই সাজঘরে তামিম-সাব্বির
**টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ