চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম থেকে: অর্ধশতক পেরোলো বাংলাদেশ। হংকংয়ের বিরুদ্ধে ম্যাচের প্রথম ওভারেই তামিম-সাব্বিরকে হারালেও দলের হাল ধরেন সাকিব আল হাসান ও এনামুল হক বিজয়।
এ দু’জনের ব্যাটে চড়ে ছয় ওভারে অর্ধশতক পূরণ করে বাংলাদেশ। তবে অর্ধশতক পেরোনোর পর ষষ্ঠ ওভারের শেষ বলেই সাজঘরের পথ ধরেন ওপেনার বিজয়।
ক্রিজে রয়েছেন সাকিব (১৮ বলে ২৭ রান) ও অধিনায়ক মুশফিকুর রহিম (৬ বলে ৭ রান)।
এর আগে, ম্যাচের প্রথম ওভারেই তামিম-সাব্বিরের উইকেট তুলে নেন হংকং দলের বোলার তানভীর আফজল। ওভারের দ্বিতীয় বলে তামিম ও শেষ বলে আউট হন সাব্বির।
টাইগারদের পক্ষে ব্যাটিং ইনিংসের গোড়াপত্তন করেন তামিম ও বিজয়। হংকং দলের পক্ষে প্রথম ওভারের বল হাতে নেন তানভীর।
বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টায় চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হওয়া এই ম্যাচে টসে জিতে বাংলাদেশ দলকে ব্যাটিংয়ে পাঠান হংকং অধিনায়ক জে জে আতকিনসন।
বাংলাদেশ সময়: ১৯৪৯ ঘণ্টা, মার্চ ২০, ২০১৪
**পাল্টা চড়াও বাংলাদেশ
**প্রথম ওভারেই সাজঘরে তামিম-সাব্বির
**টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ