চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম থেকে: ধুম-ধাড়াক্কা ব্যাটিংয়ে বড় সংগ্রহের স্বপ্ন দেখিয়ে সাজঘরের পথ ধরলেন সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম।
দলীয় ৮৫ রানের মাথায় হংকংয়ের বোলার ইরফান আহমেদের বলে নিজাকাত খানের হাতে ক্যাচ তুলে দেন সাকিব।
এর আগে, সাকিব আল হাসান ও অধিনায়ক মুশফিকুর রহিমের ব্যাটে ভর করে বাংলাদেশ দলের রানের চাকা এগোতে থাকে।
১২ ওভার শেষে টাইগারদের সংগ্রহ ৫ উইকেট হারিয়ে ৯১ রান।
ম্যাচের প্রথম ওভারেই হংকংয়ের বোলার তানভীর আফজলের বলে তামিম-সাব্বিরকে হারালেও দলের হাল ধরার চেষ্টা করেন সাকিব আল হাসান ও এনামুল হক বিজয়। তবে ষষ্ঠ ওভারের শেষ বলে দলীয় ৫১ রানের মাথায় ফিরে যান বিজয়। তার উইকেট তুলে নেন নাদিম আহমেদ।
টাইগারদের পক্ষে ব্যাটিং ইনিংসের গোড়াপত্তন করেন তামিম ও বিজয়। হংকং দলের পক্ষে প্রথম ওভারের বল হাতে নেন তানভীর।
বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টায় চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হওয়া এই ম্যাচে টসে জিতে বাংলাদেশ দলকে ব্যাটিংয়ে পাঠান হংকং অধিনায়ক জে জে আতকিনসন।
বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, মার্চ ২০, ২০১৪
**বাংলাদেশের অর্ধশতক
**পাল্টা চড়াও বাংলাদেশ
**প্রথম ওভারেই সাজঘরে তামিম-সাব্বির
**টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ