চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম থেকে: দুর্বল হংকংয়ের বিপক্ষ চরম ব্যাটিং বিপর্যয়ে পড়েছে টাইগার ব্যাটিং।
মাত্র ১০১ রান সংগ্রহ করতেই ৮ উইকেটের পতন হয়েছে টাইগারদের।
এর আগে, দলীয় ৮৫ রানের মাথায় হংকংয়ের বোলার ইরফান আহমেদের বলে নিজাকাত খানের হাতে ক্যাচ তুলে দেন সাকিব। আর ৪ রান যোগ করতেই ১২তম ওভারের চতুর্থ বলে নিজাকাত খানের বলে মনির ধরের হাতে ক্যাচ তুলে সাজঘরের পথ ধরেন মুশফিক।
এর আগে, সাকিব আল হাসান ও অধিনায়ক মুশফিকুর রহিমের ব্যাটে ভর করে বাংলাদেশ দলের রানের চাকা এগোতে থাকে।
ম্যাচের প্রথম ওভারেই হংকংয়ের বোলার তানভীর আফজলের বলে তামিম-সাব্বিরকে হারালেও দলের হাল ধরার চেষ্টা করেন সাকিব আল হাসান ও এনামুল হক বিজয়। তবে ষষ্ঠ ওভারের শেষ বলে দলীয় ৫১ রানের মাথায় ফিরে যান বিজয়। তার উইকেট তুলে নেন নাদিম আহমেদ।
ক্রিজে রয়েছেন সাকিব ২৯* (২১) ও অধিনায়ক মুশফিকুর রহিম ১৬* (১০)।
টাইগারদের পক্ষে ব্যাটিং ইনিংসের গোড়াপত্তন করেন তামিম ও বিজয়। হংকং দলের পক্ষে প্রথম ওভারের বল হাতে নেন তানভীর।
বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টায় চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হওয়া এই ম্যাচে টসে জিতে বাংলাদেশ দলকে ব্যাটিংয়ে পাঠান হংকং অধিনায়ক জে জে আতকিনসন।
বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, মার্চ ২০, ২০১৪
**সাকিবের পর সাজঘরে মুশফিক
**বাংলাদেশের অর্ধশতক
**পাল্টা চড়াও বাংলাদেশ
**প্রথম ওভারেই সাজঘরে তামিম-সাব্বির
**টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ