সিলেট স্টেডিয়াম থেকে: সুপার টেনে যেতে হলে জিততেই হবে আয়ারল্যান্ডকে। অন্যদিকে নেদারল্যান্ডসকে জিততে হবে বড় ব্যবধানে।
এবারের আসরে আয়ারল্যান্ড নিজেদের দলীয় স্কোরের রেকর্ড ভাঙল। চার উইকেট হারিয়ে তারা করে ১৮৯ রান।
ব্যাট হাতে শুরুতে ঝড় তুলেছিলেন অধিনায়ক উইলিয়াম পোর্টারফিল্ড। কিন্তু তাকে থামতে হয়েছে ৪৭ রানে। মাঠে এরপর ঝড় তোলেন এন্ড্রু পয়েন্টার। তাকে সঙ্গ দেন ব্রায়ান। ১০১ রানের জুটি গড়ে শেষ বলে আউট হন পয়েন্টার। ৩৮ বলে চারটি করে চার ও ছয়ে ৫৭ রান করেন তিনি।
১৬ বলে দুটি চার ও চারটি ছয়ে ৪২ রানে খেলছিলেন ও’ব্রায়ান।
আগের ম্যাচে জিম্বাবুয়ে ৫ উইকেটে সংযুক্ত আমিরাতকে হারিয়ে পুরো বি গ্রুপের হিসাব নিকাশ কঠিন করে দিয়েছে। আইরিশদের সমান ৪ পয়েন্ট নিয়ে রান রেটে সবার উপরে তারা। একমাত্র জয় পাওয়া ডাচদেরও সুযোগ থাকছে এতে।
ব্যাট হাতে নেমে দলীয় ২৮ রানে পোর্টারফিল্ডকে রেখে ব্যাটিং ক্রিজ ছাড়েন পল স্টারলিং। পরে ঝড় তোলেন আইরিশ নেতা। ৩২ বলে পাঁচ চার ও দুই ছয়ে ৪৭ রানে আহসান মালিকের শিকার হন পোর্টারফিল্ড। কয়েক ওভারের বিরতিতে রান আউট হন এড জয়েস।
বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, ২১ মার্চ ২০১৪