ঢাকা, বুধবার, ২৮ কার্তিক ১৪৩১, ১৩ নভেম্বর ২০২৪, ১১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

লাসিথ মালিঙ্গা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৭ ঘণ্টা, মার্চ ২২, ২০১৪
লাসিথ মালিঙ্গা

শ্রীলঙ্কা দলের টি-টোয়েন্টি স্কোয়াডের কথা উঠলে প্রথমেই চলে আসে যার নাম তিনি হলেন ডানহাতি পেসার লাসিথ মালিঙ্গা। ৩১ বছর বয়সী এই পেসার টি-টোয়েন্টি ব্যাটসম্যানদের জন্য আতঙ্কের নাম।

এই ফরম্যাটের ম্যাচ খেলেছেন ৫০ টি। ৫০ টি ম্যাচ থেকে ৬০ টি উইকেট তার ঝুলিতে জমা হয়েছে। ৩১ রানে ৫ উইকেট তার ইনিংস সেরা বোলিং। সাত বার রয়েছে তিন উইকেট নেওয়ার কৃতিত্ব। ব্যাটসম্যানদের চাপে রাখতে তার জুড়ি নেই। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচে ভারতের শক্তিশালী ব্যাটিং লাইন-আপকে তিনি গুঁড়িয়ে দিয়েছিলেন। ৪ ওভার বল করে ৩০ রান দিয়ে তুলে নিয়েছিলেন ৪ টি উইকেট। তাই বলা যায় আজকের ম্যাচে দ: আফ্রিকার জন্যও আতঙ্কের নাম হতে পারে লাসিথ মালিঙ্গা।

বাংলাদেশ সময়: ১৩৫০ ঘন্টা, ২২ মার্চ ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।