ঢাকা, শুক্রবার, ৬ ভাদ্র ১৪৩২, ২২ আগস্ট ২০২৫, ২৭ সফর ১৪৪৭

ক্রিকেট

উদ্বোধনী জুটিতে রানের পাহাড় প্রোটিয়া মেয়েদের

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:০৭, মার্চ ২৩, ২০১৪
উদ্বোধনী জুটিতে রানের পাহাড় প্রোটিয়া মেয়েদের ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সিলেট থেকে: মেয়েদের ওয়ার্ল্ড টি-টোয়েন্টির দ্বিতীয় ম্যাচে টস জিতে দক্ষিণ আফ্রিকাকে ব্যাটিংয়ে পাঠায় পাকিস্তান। কিন্তু বোলাররা একেবারেই সুযোগ কাজে লাগাতে পারেননি।

কোনো উইকেট না হারিয়ে ১৬৩ রান করেছে দক্ষিণ আফ্রিকা।

উদ্বোধনী জুটিতেই ব্যাটিং ইনিংস পার করেছে দক্ষিণ আফ্রিকা। ডেন ভ্যান নাইকার্ক ৪৮ বলে ক্যারিয়ারের প্রথম ফিফটি পান। তিনি অপরাজিত ছিলেন ৯০ রানে। ৬৬ বল খেলে ১৩ চার ও এক ছয়ে সাজানো তার ইনিংস।

অপর প্রান্তের ওপেনার লিজেল লি পেয়েছেন ক্যারিয়ারের তৃতীয় অর্ধশতক। তিনি ৫৫ বল খেলে ৮ চার ও এক ছয়ে ৬৭ রানে অপরাজিত ছিলেন।
এই জুটি বিশ্বকাপের সেরা উদ্বোধনী জুটিও গড়েছেন। ১২০ বলে ১৬৩ রানের জুটি গড়েন তারা। এর আগে ইংল্যান্ডের ১১৩ রানের জুটিই সেরা ছিল বিশ্ব আসরে।

বিশ্বমঞ্চে এটিই প্রোটিয়া মেয়েদের সর্বোচ্চ দলীয় সংগ্রহ।

বাংলাদেশ সময়: ২০৪৭ ঘণ্টা, ২৩ মার্চ ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।