সিলেট থেকে: মেয়েদের ওয়ার্ল্ড টি-টোয়েন্টির উদ্বোধনী দিনে চার ইনিংসে এসেছিল মাত্র চার ছক্কা। দ্বিতীয় দিন ওয়েস্ট ইন্ডিজ তাদের ইনিংসেই হাঁকালো সমান ওভার বাউন্ডারি।
ওয়েস্ট ইন্ডিজ: ১৩৩/৭ (২০ ওভার)
ইংল্যান্ড: ১২৪/৯ (২০ ওভার)
ফল: ওয়েস্ট ইন্ডিজ জয়ী ৯ রানে
বিশ্বকাপের এক ইনিংসে সেরা ব্যাটার দিয়েন্দ্রা ডট্টিন (৯) এদিন ব্যাট হাতে অবদান রাখতে পারেননি। তবে বল হাতে নিয়েছেন চারটি গুরুত্বপূর্ণ উইকেট।
ওপেনার ও অধিনায়ক চার্লত্তে এডওয়ার্ডস উদ্বোধণী জুটিতে সারাহ টেলরকে নিয়ে ৪২ রানের সেরা জুটি গড়েন। টেলরকে (১৭) রান আউট করে এই জুটি ভাঙেন ডট্টিন। পরে অন্য ব্যাটসম্যানরাও যাওয়া আসার মধ্যে থাকেন। তবে চার্লত্তে সাতটি বাউন্ডারি মেরে দলের আশা টিকিয়ে রেখেছিলেন।
তাকে ৪৪ রানে থামান ডট্টিনই। নিজের চতুর্থ ওভারে শেষ উইকেটটি নেন ডানহাতি এই পেসার। দারুণ বোলিং স্পেলে তিনি দিয়েছেন ১২ রান।
শেষ ওভারে ১৮ রান দরকার পড়লেও প্রথম বলটি চার মেরে দ্বিতীয় বলে স্ট্যাম্পিং হন অষ্টম ব্যাটার আনিয়া শ্রুবসোল। তৃতীয় বলে নবম উইকেটের পতন হলে আর পেরে ওঠেনি ইংলিশরা। ১২৪ রানে থামতে হয় তাদের।
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে কাইসিয়া নাইট ও স্টিফানে টেলর দুজনে মিলে ৮৭ রানের উদ্বোধনী জুটি গড়েন। ৪৩ রানে কাইসিয়াকে ফিরিয়ে জুটি ভাঙেন জেন গুন। তিনটি চার ও দুটি ছয়ে সাজানো এই বাঁহাতির ইনিংস।
টেলর ৩৮ বলে ১২তম ফিফটি পান। তিনটি চার ও দুটি ছয়ে ৪৫ বলে ৫৬ রান করে নাতালি স্কিভারের তৃতীয় শিকার হন তিনি। বিশ্বকাপে এটি তার চতুর্থ অর্ধশতক।
আর কোনো ব্যাটসম্যান উল্লেখযোগ্য ইনিংস খেলতে পারেননি। তারা আটকে যায় ৭ উইকেটে ১৩৩ রানে।
ইংলিশদের হয়ে স্কিভার তিনটি ও আনিয়া শ্রুবসোল দুটি উইকেট পান।
বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, ২৪ মার্চ ২০১৪