ঢাকা, শুক্রবার, ৭ ভাদ্র ১৪৩২, ২২ আগস্ট ২০২৫, ২৭ সফর ১৪৪৭

ক্রিকেট

তামিম ইকবাল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৪০, মার্চ ২৫, ২০১৪
তামিম ইকবাল

মাত্রই ২৬ বছরে পা দেয়া তামিম ইকবাল বাংলাদেশের অন্যতম মারকুটে ব্যাটসম্যান। টি-টোয়েন্টি ক্রিকেট ক্যারিয়ারে ৩১ ইনিংস ব্যাট করে রান করেছেন ৬৫৯।

২২.৭২ এভারেজে তামিমের ব্যাটিং স্ট্রাইক রেট ১০৮.৭৪। রয়েছে ক্যারিয়ার সেরা অপরাজিত ৮৮ রানের ইনিংস। তামিম ইকবালের অর্ধ-শতক রয়েছে তিনটি। ৮০ টি চারের পাশাপাশি ছয় মেরেছেন ৭ টি। ২০১২ সালের ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিনি হার না মানা ৬১ বলে ৮৮ রান করেছিলেন। সেবার জিততে পারেনি বাংলাদেশ। আজ এই ক্যারিবীয়দের আবারো সামনে পাচ্ছেন তামিম। তাই আজ দেশ সেরা এই বাহাতির দিকে তাকিয়ে পুরো বাংলাদেশ। আর জ্বলে ওঠার অপেক্ষায় থাকবে তামিমের ব্যাট।

বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘন্টা, ২৫ মার্চ ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।