ঢাকা: স্লো ওভার রেটের কারণে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলকে জরিমানা করেছে আইসিসি। সোমবার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আইসিসি ওয়ার্ল্ড টি-টোয়েন্টি টুর্নামেন্টের এক নম্বর গ্রুপের ম্যাচে নিউজিল্যান্ডের সঙ্গে খেলায় প্রোটিয়াদের বিরুদ্ধে এই অভিযোগ আনা হয়।
আইসিসি ম্যাচ রেফারির এমিরেটস এলিট প্যানেলের জাভাগল শ্রীনাথ ফাফ ডু প্লেসিসের বিরুদ্ধে অভিযোগ জানান। নির্ধারিত সময়ের মধ্যে দুই ওভারের ঘাটতি ছিল বলে জানান তিনি।
আইসিসির আচরণবিধি অনুযায়ী প্রত্যেক ওভারের জন্য প্রত্যেক খেলোয়াড়কে দশ শতাংশ ম্যাচ ফি গুণতে হবে। আর অধিনায়ককে দ্বিগুণ।
মানে হলো, প্রত্যেক খেলোয়াড়কে ২০ শতাংশ ও ডু প্লেসিসকে ৪০ শতাংশ জরিমানা গুণতে হবে।
আগামী ১২ মাসের মধ্যে আবারও টি-টোয়েন্টিতে একই কাজ করলে প্রোটিয়া অধিনায়ককে এক মাসের নিষেধাজ্ঞা কাটাতে হবে।
ম্যাচটিতে ডেল স্টেইনের দুর্দান্ত বোলিংয়ে ২ রানের শ্বাসরুদ্ধকর জয় পায় দক্ষিণ আফ্রিকা।
বাংলাদেশ সময়: ১৫৪৭ ঘণ্টা, ২৫ মার্চ ২০১৪