ঢাকা, বুধবার, ২৭ কার্তিক ১৪৩১, ১৩ নভেম্বর ২০২৪, ১১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

শেষ ওভারে চমক, বাংলাদেশের লক্ষ্য ১৭২

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৩ ঘণ্টা, মার্চ ২৫, ২০১৪
শেষ ওভারে চমক, বাংলাদেশের লক্ষ্য ১৭২ ছবি:বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়াম থেকে: পুরো ইনিংসে বাংলাদেশ চাপের মধ্যে থাকলেও শেষ ওভারে ৪ উইকেটের পতনে ২০ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ১৭১ রান। জয়ের জন্য বাংলাদেশকে করতে ১৭২ রান।

দলের পক্ষে সর্বোচ্চ ৭২ রান সংগ্রহ করেন স্মিথ। অর্ধশতক থেকে মাত্র  ২ রান দূরে থাকতেই জিয়ার বলে দুর্দান্ত এক ক্যাচের মাধ্যমে গেইলকে সাজঘরে ফেরালেন তামিম। এরপর আল-আমিন হোসেন ইনিংসের শেষ ওভারে নিয়েছেন তিন উইকেট।

৭২ রান করে মাহমুদুল্লার বলে আল-আমিনের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে গেলেন স্মিথ। এরপরের ওভারেই সাকিবের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে শুন্য রানে আউট হয়ে গেলেন সাইমনস।

ভারতের বিপক্ষে একম্যাচ হেরে পিছিয়ে থাকা ওয়েস্ট ইন্ডিজ দল বাংলাদেশের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচে টসে হেরে ব্যাটিংয়ে নাম।

সুপার টেনের মূল প্রতিযোগিতায় নিজেদের প্রথম ম্যাচে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। ক্রিস গেইল এবং স্মিথ নেমেছেন ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং গোড়াপত্তনের জন্য।

মঙ্গলবার সন্ধ্যা ৭টায় মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে বাংলাদেশের অধিনায়ক মুশফিকুর রহিম ওয়েস্ট ইন্ডিজকে ব্যাট করার আমন্ত্রণ জানায়।

এর আগে সুপার টেনে নিজেদের প্রথম খেলায় ওয়েস্ট ইন্ডিজ ভারতের কাছে হেরে গিয়েছিল ৭ উইকেটে। আর স্বাগতিক বাংলাদেশ সুপার টেনের গ্রুপ ২-এর খেলায় আজই প্রথম মাঠে নামবে।

চারবারের দেখায় বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজ সমানে সমান রয়েছে। দুটিতে টাইগাররা এবং দুটিতে ক্যারিবীয়রা জয় পেয়েছিল।

বাংলাদেশ দলে চারটি পরিবর্তন এসেছে। সোহাগ গাজী, মুমিনুল হক, জিয়াউর রহমান ও মাশরাফি বিন মুর্তজা দলে ফিরেছেন।

হংকংয়ের বিপক্ষে শেষ ম্যাচে চোট পেয়ে টি-টোয়েন্টি মিশন শেষ রুবেল হোসেনের। প্রথমবারের মতো বাদ পড়েছেন নাসির হোসেন। এছাড়াও দলে নেই বাঁহাতি স্পিনার আব্দুর রাজ্জাক ও অলরাউন্ডার ফরহাদ রেজা।

বাংলাদেশ সময়: ১৯৩৮ ঘণ্টা, মার্চ ২৫, ২০১৪/২১১১

**টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ
**আশা জাগাচ্ছে অতীত রেকর্ড
** যেকোনো দলকে হারাতে প্রস্তুত টাইগাররা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।