ঢাকা, বুধবার, ২৭ কার্তিক ১৪৩১, ১৩ নভেম্বর ২০২৪, ১১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

দ্বিতীয় বলেই উইকেট পেলেন সালমা

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৩ ঘণ্টা, মার্চ ২৬, ২০১৪
দ্বিতীয় বলেই উইকেট পেলেন সালমা

সিলেট থেকে: প্রথমবারের মতো ওয়ার্ল্ড টি-টোয়েন্টিতে খেলতে নেমেছে সালমা খাতুনের বাংলাদেশ। টস জিতে ব্যাটিং নিয়েছে তাদের প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ।

চমক দেখানোর আশা নিয়ে ফিল্ডিংয়ে নেমে গেছে স্বাগতিকরা। আর প্রথম ওভারের দ্বিতীয় বলেই কাইসিয়া নাইটকে এলবিডব্লু করে সাজঘরে ফেরান সালমা।

২৬ মার্চ বাংলাদেশের জাতীয় দিবসের দিন শুধুমাত্র মেয়েদের ম্যাচগুলোই হচ্ছে। নিজ দেশকে সমর্থন দিতে সিলেটের বিভাগীয় স্টেডিয়ামে দর্শক সংখ্যা উল্লেখ করার মতো নয়। তবে বেলা তিনটা থেকে বাড়তে শুরু করেছে দর্শকদের আনাগোনা।

বাংলাদেশ: রুমানা আহমেদ, লতা মন্ডল, খাদিজা তুল কোবরা, ফারজানা পিঙ্কি, সালমা খাতুন, পান্না ঘোষ, নুজহাত তাসনিয়া, জাহানারা আলম, আয়েশা রহমান, ফাহিমা খাতুন, সানজিদা ইসলাম।

ওয়েস্ট ইন্ডিজ: শাকুয়ানা কুইন্টাইন, কাইসিয়া নাইট, শাকেরা সেলম্যান, দিয়েন্দ্রা ডটিন, কিশোনা নাইট, শ্যানেল ড্যালে, মেরিসা আগুইলেইরা, আনিসা মোহামেদ, স্ট্যাসি-অ্যান কিং, শেমাইন ক্যাম্পবেল ও ট্রেমেইন স্মার্ট।

বাংলাদেশ সময়: ১৫৫৮ ঘণ্টা, ২৬ মার্চ ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।