ঢাকা, বুধবার, ২৭ কার্তিক ১৪৩১, ১৩ নভেম্বর ২০২৪, ১১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

পতাকা আইনের সমালোচনা পাকিস্তানি সাবেক খেলোয়াড়দের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪২ ঘণ্টা, মার্চ ২৬, ২০১৪
পতাকা আইনের সমালোচনা পাকিস্তানি সাবেক খেলোয়াড়দের

করাচি: বাংলাদেশী দর্শকরা নিজেদের দেশের পতাকা ছাড়া মাঠে অন্য কোন দেশের পতাকা নিয়ে প্রবেশ করতে পারবেন না- এমন সিদ্ধান্তের সমালোচনা করলেন পাকিস্তানের সাবেক কয়েকজন খেলোয়াড়। বুধবার তারা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এমন সিদ্ধান্তের সমালোচনা করলেন।



পাকিস্তানের সাবেক অধিনায়ক জাভেদ মিয়াদাদ বলেন, “ আমি এই সিদ্ধান্তের কথা শুনে অবাক হয়েছি। ক্রিকেট এমন একটি খেলা যেখানে ক্রিড়াপ্রেমীরা তাদের মননশীলতা প্রকাশ করে। এমন সিদ্ধান্ত এই খেলার গতি কমিয়ে দিবে। ”

আর একজন সাবেক অধিনায়ক মোহাম্মদ ইউসুফ বলেন, “ আমি নিশ্চিত বিসিবি এই সিদ্ধান্ত ফিরিয়ে নেবে আর আইসিসির এর ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন। ”

অন্য এক সাবেক অধিনায়ক ইউনুস খানও বিসিবি এই সিদ্ধান্ত ফিরিয়ে নেওয়ার কথা বলেছেন। খেলার গতি কমে যাওয়ার আশঙ্কার কথা এবং দলীয় সমর্থকদের নিরাশ হওয়ার কথাও তিনি বলেছেন।

বাংলাদেশ ও পাকিস্তান চলতি টি-টোয়েন্টি বিষ্বকাপে ৩০ মার্চ মুখোমুখি হবে।

বাংলাদেশ সময়: ১৮৪০ ঘন্টা, ২৬ মার্চ ২০১৪

** নিজ দেশের পতাকা ছাড়া মাঠে প্রবেশ নিষেধ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।