জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম থেকে: টি-টোয়েন্টি বিশ্বকাপের ২১-তম ম্যাচে মাঠে নেমেছে দ. আফ্রিকা এবং নেদারল্যান্ডস। টসে জিতে দ. আফ্রিকাকে ব্যাটিংয়ের আমন্ত্রন জানিয়েছিল নেদারল্যান্ডস।
প্রোটিয়াদের হয়ে ব্যাটিং ওপেন করতে আসেন ডি কক এবং হাশিম আমলা। প্রথম ওভারেই শূন্য রানে সোয়ার্টের বলে মিবার্গের তালুবন্দি হন ডি কক।
এরপর হাশিম আমলা ২২ বলে ৭ চার আর এক ছয়ে ৪৩ রান করে সাজঘরে ফেরেন। ডু প্লেসিস টম কুপারের বলে ভ্যান বেকের তালুবন্দি হওয়ার আগে করেন ১৪ বলে ২৪ রান। দলীয় ৯২ রানে ডি ভিলিয়ার্স ২১ রান করে আউট হয়ে যান।
ব্যাটিং ক্রিজে আছেন জেপি ডুমিনি এবং অ্যালবি মরকেল।
দ. আফ্রিকা নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার সঙ্গে ৫ রানে হারলেও দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের সঙ্গে ২ রানে জয় পায়। আর নেদারল্যান্ডস সুপার টেনে তাদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার সঙ্গে ৩৯ রানে অল-আউট হয়ে ম্যাচ হেরে গিয়েছিল ৯ উইকেটের বিশাল ব্যবধানে।
বাংলাদেশ সময়: ১৫০৯ ঘন্টা, ২৭ মার্চ ২০১৪ আপডেট সময়: ১৬২৫ ঘন্টা