ঢাকা, সোমবার, ২৪ আষাঢ় ১৪৩১, ০৮ জুলাই ২০২৪, ০০ মহররম ১৪৪৬

ক্রিকেট

১৭২ রানে এগিয়ে মহানগর

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৭ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১৪
১৭২ রানে এগিয়ে মহানগর

চট্টগ্রাম: জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ঢাকা মহানগরের বিপক্ষে প্রথম ইনিংসে ৮১ রানের লিড নিতে সমর্থ হয়েছিল রাজশাহী বিভাগ। কিন্তু দিন শেষে তিন ফিফটিতে ১৭২ রানে এগিয়ে গিয়েছে মহানগর, তাদের হাতে আছে আর পাঁচটি উইকেট।



দ্বিতীয় দিন শেষে
ঢাকা মহানগর: প্রথম ইনিংস- ১২৬/১০, দ্বিতীয় ইনিংস- ২৫৩/৫
রাজশাহী বিভাগ: প্রথম ইনিংস- ২০৭/১০

সাত উইকেটর বিনিময়ে ১৩৯ রানে দিনের খেলা শুরু করেছি মহানগর। সানজামুল ইসলাম খানিকটা প্রতিরোধ গড়লেও এদিন প্রথম উইকেটটি হারান তিনিই। আসিফ আহমেদের শিকার হন। বাকি দুটি উইকেট পান আবু বক্কর। তবে মুক্তার আলীর ৩৯ রানের সুবাদেই লিড নিতে পেরেছিল তারা।

বক্কর সব মিলিয়ে প্রথম ইনিংসে পান চার উইকেট। তিনটি নেন মোহাম্মদ শহীদ।

জবাবে দ্বিতীয় ইনিংসে নেমে ১৬৫ রানের উদ্বোধনী জুটি গড়েন সাদমান ইসলাম ও সৈকত আলী। যদিও ৯৪ রানের ইনিংস খেলে রিটায়ার্ড হার্ট হন সৈকত। ৮৫ রানের দারুণ আরেকটি ইনিংস খেলে হাবিবুর রহমানের এলবিডব্লুর ফাঁদে পড়েন সাদমান।

দলীয় ২১৩ থেকে ২৩৭ রানের মধ্যে চারটি উইকেট হারালেও মহানগর দিন শেষে বেশ এগিয়ে গেছে আসিফ আহমেদের হার না মানা ৫২ রানের ইনিংসে।

সানজামুল ইসলাম ও তাইজুল ইসলাম দুটি করে উইকেট পান।

বাংলাদেশ সময়: ২০২৮ ঘণ্টা, ২০ এপ্রিল ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।