ঢাকা, সোমবার, ২৪ আষাঢ় ১৪৩১, ০৮ জুলাই ২০২৪, ০০ মহররম ১৪৪৬

ক্রিকেট

রংপুরের ইনিংস ও ২৫ রানে জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৪ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১৪
রংপুরের ইনিংস ও ২৫ রানে জয় ছবি: সংগৃহীত

ফতুল্লা: খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে জাতীয় ক্রিকেট লিগ বিশাল জয়ে শেষ করল রংপুর বিভাগ। মঙ্গলবার ম্যাচের শেষদিন তাদের কাছে ইনিংস ও ২৫ রানে হারল বরিশাল বিভাগ।

সাতটি ম্যাচ খেলে একটিও জয় পেল না তারা।

বরিশাল: প্রথম ইনিংস- ২৮৯/১০, দ্বিতীয় ইনিংস- ২২৯/১০
রংপুর: প্রথম ইনিংস- ৫৪৩/৯ ডি
ফল: রংপুর ইনিংস ও ২৫ রানে জয়ী

প্রথম ইনিংসে বরিশালের ২৮৯ রানের জবাবে ধীমান ঘোষের সেরা পারফরমেন্সের জবাবে ২৫৪ রানের লিড নেয় রংপুর। উইকেটরক্ষক ব্যাটসম্যানের ১৪৯ রানের সঙ্গে তানভির হায়দারও খেলেছেন ১২১ রানের আরেকটি অসাধারণ ইনিংস।

জবাবে দুই উইকেট হারিয়ে ১৩৩ রানে তৃতীয় দিন শেষ করেছিল বরিশাল। চতুর্থ ও শেষ দিন তারা বেশিক্ষণ ইনিংস টানতে পারেনি। ৯৬ রান যোগ করতেই বাকি আট উইকেট হারায় তারা। সোহাগ গাজী ৬১ রানের সেরা ইনিংস খেলেন। এর আগে সালমান হোসেন ৪২ রান করেন। এছাড়া অধিনায়ক শাহরিয়ার নাফিস ৩৬ ও নুরুজ্জামান ৩০ রানের দুটি ছোটখাটো ইনিংস খেলেন।

সোহরাওয়ার্দী শুভু তিনটি উইকেট দখলে নেন। দুটি করে পান সাজেদুল ইসলাম, নাসির হোসেন ও তানভির। ম্যাচসেরার পুরস্কার পেয়েছেন ধীমান।

তিনটি করে জয় ও ড্র এবং একটি হারে ৯২ পয়েন্ট অর্জন করল তিন নম্বরে শেষ করা রংপুর।

বাংলাদেশ সময়: ১৯৫২ ঘণ্টা, ২২ এপ্রিল ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।