ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ফর্মে ফিরতে মরিয়া রাজ্জাক

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৯ ঘণ্টা, মে ২৮, ২০১৪
ফর্মে ফিরতে মরিয়া রাজ্জাক সংগৃহীত

ঢাকা: উপমহাদেশের স্পিন বোলিং বরাবরই অন্য মহাদেশের চেয়ে ভালো। এমনকি বাংলাদেশও পেস বোলিংয়ের চেয়ে স্পিন শক্তির উপর বেশি নির্ভরশীল।

হাতেগোনা কয়েকজন স্পিন বোলারদের মধ্যে আব্দুর রাজ্জাক অন্যতম। খুব ভালো ফর্মে না থাকলেও দুর্বলতাকে কাটিয়ে ফর্মে ফিরতে মরিয়া বাঁহাতি স্পিনার।

বুধবার জাতীয় দলের ক্রিকেটাররা মিরপুরে অনুশীলনে মত্ত ছিলেন। ছিলেন স্পিনার রাজ্জাকও। ফর্মকে ফিরে পেতে চান তিনি। পূর্ব পরিসংখ্যানকে ভুলে যেতে চান এই অভিজ্ঞ তারকা।

‘পরিসংখ্যানের কথা বলতে ভালো লাগে না। বলবও না। আমার কথা হচ্ছে, ভালো খেলব, ভালো খেলতে হবে। ভালো খেলার চেষ্টা করব। দলের চাহিদা পূরণ করার চেষ্টাও করব। আমি সবসময় সেটার চেষ্টা করি। কখনও কখনও হয়। কখনও সাফল্য আসে না। পজিটিভ থাকলেই আসলে ভালো পারফরমেন্স আসবে। ’

প্রয়োজনের তুলনায় একটু বেশি পরিশ্রম করেন সহকারী কোচ ইমরান সারোয়ার। তাকে প্রসংশায় সিক্ত করলেন এ স্পিনার। তিনি আরো বলেন,‘অবশ্যই ইমরান স্যারের নিয়ম আমার পছন্দ হয়। উনি যেভাবে প্র্যাকটিস করান সেটি আমার পছন্দ। সব সেক্টরে যেটা করলে বেশি উন্নতি হয় উনি সেটা করানোর চেষ্টা করেন। বেশি অনুশীলন করান। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং হোক আর জিম, রানিং হোক, যাই হোক উনার কথা হচ্ছে, বেশি করতে হবে। বেশি করলে উন্নতি হবে। ’

৩৪ বছর বয়সী এই স্পিনার ১৫০টি ওয়ানডে ম্যাচ খেলে উইকেট নিয়েছেন ২০৬টি।

সমালোচনাকে বাদ দিয়ে দলের প্রয়োজনে খেলতে চান তিনি। ‘আপনি যদি ফর্মে না থাকেন সেখানে আপনাকে সমালোচনা মেনে নিতেই হবে। ভালো কেউ যখন একটু খারাপ খেলে তখন তাকে নিয়ে সবাই সমালোচনা করে। এটাই স্বাভাবিক বিষয়। আমার কাজ থাকবে দলের প্রয়োজন অনুযায়ী খেলা। ’

নতুন ফিল্ডিং নিয়মকে কঠিন মনে করেছেন তিনি। উপায় বের করে ভালো করার প্রচেষ্টা থাকার কথা বললেন তিনি। ‘যখন যে নিয়ম নতুন আসে, সেটাকে কঠিন মনে হয়। তবে সেটার উপায় বের হয়ে যায়। মানিয়ে নিতে একটু সময় লাগছে। মানতে হবে নিয়মটা কঠিন। উপায় বের করে খেলতে হবে, ভালো করতে হবে। ’

বাংলাদেশ সময়: ১৭৫৬, মে ২৮ ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।