ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

আবারও রাসেলের কাছে বিধ্বস্ত ‘এ’ দল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৪ ঘণ্টা, জুন ১১, ২০১৪
আবারও রাসেলের কাছে বিধ্বস্ত ‘এ’  দল

ঢাকা: হাই পারফরমেন্স সেন্টারের কাছে তিন উইকেটে হেরেছে বাংলাদেশ ‘এ’ দল। তিন ম্যাচ ওয়ানডে সিরিজে একম্যাচ হাতে রেখেই ২-০ তে সিরিজ জিতে নিল উইন্ডিজরা।



প্রথম ওয়ানডেতে ব্যাট হাতে ৫৬ বলে ১৩২ রান করে দলকে বড় জয় এনে দেন এন্ড্রু রাসেল। দ্বিতীয় ওয়ানডেতেও বল হাতে আঘাত হানেন রাসেল। এ দিন ছয় উইকেট নিয়ে দ্বিতীয়বারের মতো ম্যাচ সেরা হন ডানহাতি পেস বোলার রাসেল।

বাংলাদেশ ‘এ’ দল: ১৭৯/১০ (৪৬.৫ ওভার)
হাই পারফরমেন্স সেন্টার: ১৮০/৭ (৩৮.৪ ওভার)
ফল: হাই পারফরমেন্স সেন্টার তিন উইকেটে জয়ী

টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ ‘এ’ দল। মাত্র ২২ রানে দুই ওপেনারকে সাজঘরে পাঠান রাসেল। ইমরুল কায়েস ৯ ও সৌম্য সরকার ১১ রানে আউট হন। দলকে সামনের দিকে নিয়ে যেতে চেষ্টা করেন মার্শাল আইয়ুব ও অধিনায়ক নাঈম ইসলাম। মার্শাল ৪৫ রানে মিলারের বলে ব্ল্যাকউডের কাছে বল তুলে বিদায় নেন। দলপতি হিসেবে কিছুটা চেষ্টা করলেও ৪৫ রানে থামেন নাঈম।

বাকি সময়টুকু ব্যাটসম্যানরা আসা-যাওয়ার মধ্যে থাকেন। সাব্বির রহমান ২১ রান করেন।

উইন্ডিজদের পক্ষে বল হাতে ছয় উইকেট নেন রাসেল। দুইটি উইকেট দখলে রাখেন এ্যাশলে নার্স। একটি নেন ব্রাথওয়েট।

১৮০ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে বেশি বেগ পোহাতে হয়নি হাই পারফরমেন্স সেন্টারকে। সহকারি অধিনায়ক চ্যাডউইক ওয়ালটনের ৪৫ রান ও এ্যাশলে নার্সের ৪০ রানের সুবাদে লক্ষ্যে পৌঁছায় তারা। অবশ্য সাতটি উইকেট হারাতে হয় তাদের। এছাড়া, বোনার ও জার্মাইন ব্ল্যাকউড যথাক্রমে ২৮ রান করেন।

বাংলাদেশের পক্ষে তিনটি উইকেট নেন রবিউল ইসলাম। দুইটি করে উইকেট নেন মুক্তার আলী ও ফরহাদ রেজা।

বাংলাদেশ সময়: ২১১৫ ঘণ্টা, ১১ জুন ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।