ঢাকা, সোমবার, ১৭ আষাঢ় ১৪৩১, ০১ জুলাই ২০২৪, ২৩ জিলহজ ১৪৪৫

ক্রিকেট

আপিল করছেন আশরাফুল

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৫ ঘণ্টা, জুলাই ১৬, ২০১৪
আপিল করছেন আশরাফুল মোহাম্মদ আশরাফুল

ঢাকা: বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ম্যাচ ফিক্সিংয়ে জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হওয়ায় বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুলকে আট বছরের জন্য নিষিদ্ধ ঘোষণা করেছিল ট্রাইব্যুনাল। একইসাথে তাঁকে ১০ লাখ টাকাও জরিমানা করা হয়েছিল।



আট বছরের জন্য নিষিদ্ধ করা হলেও বলা হয়েছিল আশরফুলের শাস্তির মেয়াদ পাঁচ বছর পর পরবর্তী তিন বছর সাসপেন্ডেড বা স্থগিত হয়ে যাবে, যদি তিনি বিসিবি, আইসিসি কিংবা এশিয়ান ক্রিকেট কাউন্সিলের দূর্নীতি বিরোধী শিক্ষা ও পুনর্বাসন কর্মকান্ডে অংশ নেন।

চারটি অভিযোগ প্রমাণিত হওয়া আশরাফুলকে ২১ দিনের মধ্যে আপিল করতে পারবেন বলে জানানো হয়েছিল। এ প্রসঙ্গে আশরাফুল বলেন, ‘আমি পরবর্তী সাত দিনের ভেতর যে কোনো দিন আপিল করতে পারব। আমি চেষ্টা করব হারানো ফিটনেস ফিরে পেতে ট্রেইনারের সাহায্য নিতে। ’

মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে মঙ্গলবার এসব বলার পর তিনি বাংলাদেশ জাতীয় দলের নতুন কোচ চন্ডিকা হাথুরুসিংহের সঙ্গে দেখা করেন। কোচকে তার অনুশীলনের জন্য ব্যবস্থা করে দিতে বললে কোচ বলেন, ‘তুমি লিখিত একটি অনুরোধপত্র বিসিবি’র নিকট দিতে পার। ’

বাংলাদেশ সময়: ১৩০৫ ঘণ্টা, ১৬ জুলাই ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।