ঢাকা, সোমবার, ১৭ আষাঢ় ১৪৩১, ০১ জুলাই ২০২৪, ২৩ জিলহজ ১৪৪৫

ক্রিকেট

জাদেজার শাস্তির ব্যাপারে ধোনির সমালোচনা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৬ ঘণ্টা, জুলাই ২৭, ২০১৪
জাদেজার শাস্তির ব্যাপারে ধোনির সমালোচনা

ঢাকা: ট্রেন্ট ব্রিজে জেমস এ্যান্ডারসনের সঙ্গে রবিন্দ্র জাদেজার ঘটনার নিয়ে সমালোচনা করেছেন ভারতের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। জাদেজার আচরণ গত কারণে ৫০ শতাংশ ম্যাচ ফি কেটে রাখা হয়।

ম্যাচ রেফারির পক্ষে থেকে জাজেদাকে দেয়া এই শাস্তি বেদনাদয়ক ও অবহেলিত উল্লেখ্য করেন ধোনি।

জাদেজার শাস্তির বিষয়ে ধোনি বলেন,‘ম্যাচ রেফারি ডেবিড বুনের এই রায় সহজে গ্রহণযোগ্য নয়। এটা খুবই দুঃখজনক সিদ্ধান্ত। ’

এক বড় করে ব্যাখ্যা দিতে গিয়ে ধোনি বলেন,‘সিদ্ধান্তটি এক দিক চিন্তা করে নেয়া হয়েছে। এখানে অনেকগুলো বিষয়ে উপেক্ষিত হয়েছে। যদি আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন আসলে সেখানে কি ঘটে ছিল। আম্পায়ারের সিদ্ধান্তে আমরা লাঞ্চ করার জন্য যাচ্ছিলাম। সেখানে জাদেজার বিপক্ষে খারাপ ভাষা ব্যবহার করা হয়েছে। সেখানে আমি উপস্থিত ছিলাম। ’

‘বলা হচ্ছে তার (জাদেজা) আচরণ খেলার নিয়মের বর্হিভূত। কি হয়েছে আমরা সেটা দেখেছি। যা ঘটেছে সেটা আমরা উপেক্ষা করিনি। যদি কেউ পিছনে কিছু বলে থাকে তাহলে সেটা খতিয়ে দেখেন। ড্রসিং রুমে যাওয়ার আগ পর্যন্ত আমি কোন কথা জাদেজার মুখ থেকে শুনিনি। এই ধরণের সিদ্ধান্তে আমি মর্মাহত। ’

বাংলাদেশ সময়: ১৩৪৫ ঘণ্টা, ২৭ জুলাই ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।