ঢাকা: কলোম্বোতে দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে পাকিস্তানের বিপক্ষে প্রথম দিন শেষে ৮ উইকেটে ২৬১ রান করেছে শ্রীলঙ্কা। লংকান ব্যাটিং কিংবদ্বন্তি মাহেলা জয়াবর্ধনের এটি বিদায়ী টেস্ট।
দ্বিতীয় টেস্টে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। উদ্বোধনী জুটিতে ৭৯ রান তোলেন দুই ওপেনার কুশল সিলভা এবং উপুল থারাঙ্গা। সিলভা ৪১ রানে আউট হন। আরেক ওপেনার থারাঙ্গা ৯২ রান করে সাজঘরে ফেরেন।
এরপরে ব্যাটিং ক্রিজে আসেন গত ম্যাচের ডাবল সেঞ্চুরীয়ান কুমার সাঙ্গাকারা। তবে মাত্র ২২ রান করেই বিদায় নিতে হয় এ বাঁহাতি ব্যাটসম্যানকে। সাঙ্গাকারার বিদায়ের পর মাঠে নামেন ক্যারিয়ারের শেষ টেস্ট খেলতে নামা মাহেলা। মাত্র ৪ রান করে সাঈদ আজমলের বলে এলবি’র ফাঁদে তাকেও সাজঘরে ফিরতে হয়।
এছাড়া লংকানদের হয়ে অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুজ ৩৯, থিরিমান্নে ২০, উইকেটরক্ষক দিকওয়েলা করেন ২৪ রান।
পাকিস্তানের হয়ে পেসার জুনায়েদ খান নেন ৪টি উইকেট। এছাড়া ওয়াহাব রিয়াজ ৩টি এবং আজমল নেন একটি উইকেট।
সিরিজের প্রথম টেস্ট জিতে ১-০ তে ইতোমধ্যেই এগিয়ে আছে লংকানরা।
বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘণ্টা, ১৪ আগস্ট ২০১৪