ঢাকা, বুধবার, ১২ আষাঢ় ১৪৩১, ২৬ জুন ২০২৪, ১৮ জিলহজ ১৪৪৫

ক্রিকেট

সিএলটিতে অবৈধ বোলিং সন্দেহে রাসুল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৪
সিএলটিতে অবৈধ বোলিং সন্দেহে রাসুল ছবি: সংগৃহীত

ঢাকা: চ্যাম্পিয়নস লিগে অংশহগ্রহন করা লাহোর লায়ন্সের অফ-স্পিনার আদনান রাসুলকে অবৈধ বোলিং অ্যাকশনের সন্দেহের তালিকায় নিয়েছে সিএলটি-২০ কমিটি। গত রোববার হায়দ্রাবাদে কোলকাতা নাইট রাইর্ডাসের সঙ্গে চার উইকেটে হারার ম্যাচে এই সন্দেহে পড়েন রাসুল।



রাসুল সন্দেহের তালিকায় পড়লেও তার বোলিং টেস্ট না করা পর্যন্ত তিনি অন্য ম্যাচগুলোতে বোলিং করে যেতে পারবেন। আর তার রিপোর্ট খারাপ আসলে এই টুর্নামেন্ট সহ বিসিসিআইয়ের অধীনে কোন ম্যাচে অংশগ্রহন করতে পারবেন না তিনি।

সে ম্যাচে রাসুল চার ওভার বোলিং করে ২৮ রানের বিনিময়ে একটি উইকেট নেন। পরে ম্যাচ শেষে মাঠের আম্পায়ার কুমার ধর্মসেনা, চেথিতোরি শামশুদ্দিন ও টিভি আম্পায়ার অনীল চৌধুরী রাসুলের এই রিপোর্ট জানান।

বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, ২৩ সেপ্টেম্বর ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।