ঢাকা, বুধবার, ১২ আষাঢ় ১৪৩১, ২৬ জুন ২০২৪, ১৮ জিলহজ ১৪৪৫

ক্রিকেট

বুধবার মুশফিক-মন্ডির গায়ে হলুদ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৪
বুধবার মুশফিক-মন্ডির গায়ে হলুদ

ঢাকা: গত বছরের অক্টোবরে বাংলাদেশ ক্রিকেট দলের মাহমুদউল্লাহ রিয়াদের শ্যালিকা জান্নাতুল কিফাইয়াত মন্ডিকে আংটি পরিয়েছিলেন জাতীয় দলের অধিনায়ক মুশফিকুর রহিম।

আগামীকাল বুধবার বিমানবাহিনীর ফ্যালকন কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে মুশফিক-মন্ডির গায়ে হলুদ অনুষ্ঠান।

মুশফিক-মন্ডির গায়েহলুদ সন্ধ্যায় উপস্থিত থাকবেন ক্রিকেট দলের সকল সদস্য। আর এ বিষয়টি নিশ্চিত করেছেন মুশফিকুর রহিমের বাবা মাহবুব হামিদ।

বুধবার গায়েহলুদ হবে মূশফিকের। এর পর দিন তার বিয়ে। বিয়ের অনুষ্ঠান হবে বেইলি রোডের অফিসার্স ক্লাবে। আর ২৭ সেপ্টেম্বর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হবে।

আগামী ১০ অক্টোবর মুশফিকের গ্রামের বাড়ি বগুড়ায় একটি ঘরোয়া অনুষ্ঠানেরও আয়োজন করা হবে।

বাংলাদেশ সময়: ২০১৯ ঘণ্টা, ২৩ সেপ্টেম্বর ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।