ঢাকা, বুধবার, ১২ আষাঢ় ১৪৩১, ২৬ জুন ২০২৪, ১৮ জিলহজ ১৪৪৫

ক্রিকেট

ধোনীর আত্মজীবনী নিয়ে ছবি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৪
ধোনীর আত্মজীবনী নিয়ে ছবি

ঢাকা: ভারতীয় ক্রিকেট অধিনায়ক মহেন্দ্র সিং ধোনীকে নিয়ে এবার তৈরি হচ্ছে একটি ছবি। ধোনীর ক্রিকেট জীবনের গল্পকে নিয়ে নির্মিত হচ্ছে ‘এম এস ধোনী’ নামের ছবিটি।



জানা যায়, এ ছবির নায়ক চরিত্রে অভিনয় করবেন সুশান্ত সিং রাজপুত। আর ছবিটির পরিচালনায় আছেন নিরাজ পান্ডে।

কয়েক সপ্তাহ আগে গুজব উঠেছিল, ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) ধোনীকে নিয়ে নির্মিত এ ছবির ব্যাপারে আপত্তি তুলেছে। কিন্তু বিসিসিআই থেকে এবার জানানো হল, ধোনীর আত্মজীবনী নিয়ে যে ছবিটি নির্মিত হচ্ছে তার জন্য তারা কোনো আপত্তি করতে পারেন না।

তবে, বিসিসিআই থেকে এটাও জানিয়ে দেওয়া হয়, তাদের কোনো হস্তক্ষেপ না থাকলেও এতে ধোনীর ক্রিকেট ক্যারিয়ারে কোনো প্রভাব পরবে না।

ছবির পুরো নাম নির্ধারণ করা হয়েছে ‘এম এস ধোনী-দ্য আনটোল্ড স্টোরি’। এটি ২০১৫ সালে মুক্তি পাবে বলে আশা করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, ২৫ সেপ্টেম্বর ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।