ঢাকা, বুধবার, ১২ আষাঢ় ১৪৩১, ২৬ জুন ২০২৪, ১৮ জিলহজ ১৪৪৫

ক্রিকেট

নতুন ইনিংস রাহানের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৪
নতুন ইনিংস রাহানের ছবি: সংগৃহীত

ঢাকা: ভারতীয় ব্যাটিং তারকা অজিঙ্কা রাহানে এবার নতুন অধ্যায় শুরু করতে চলেছেন। বিয়ের পিঁড়িতে বসেছেন এই ব্যাটিং জিনিয়াস।



রাহানের স্ত্রীর নাম রাধিকা ধোপাভকার।

বিয়ের আগে (২৫ সেপ্টেম্বর) রাহানে তার টুইটার অ্যাকাউন্টে লিখেছিলেন, ‘সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আগামীকাল আমি বিবাহিত পুরুষ হিসেবে আমার জীবনের নতুন ইনিংস শুরু করতে যাচ্ছি। ’ সেখানে তিনি বেশ কিছু ছবিও পোস্ট করেন।

২৬ বছর বয়সী রাহানে ভারতীয় জাতীয় দলের হয়ে ১০টি টেস্ট, ৩৪টি ওয়ানডে আর ১১টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। আইপিএলে তিনি রাজস্থান রয়েলসের হয়ে খেলেছেন। সম্প্রতি শেষ হওয়া ভারত-ইংল্যান্ড সিরিজে তিনি দলের সঙ্গে ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯১৫ ঘণ্টা, ২৬ সেপ্টেম্বর ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।