ঢাকা, বুধবার, ১২ আষাঢ় ১৪৩১, ২৬ জুন ২০২৪, ১৮ জিলহজ ১৪৪৫

ক্রিকেট

অবৈধ বোলিং সন্দেহে এবার নারাইন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২১ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৪
অবৈধ বোলিং সন্দেহে এবার নারাইন সুনিল নারাইন

ঢাকা: কোলকাতা নাইট রাইর্ডাসের অফ স্পিনার সুনিল নারাইনকে অবৈধ বোলিং অ্যাকশন সন্দেহে রিপোর্ট করা হয়েছে। সোমবার হায়দ্রাবাদে ডলফিনের বিপক্ষে ৩৬ রানে জয় পায় কেকেআর।

আর এ ম্যাচেই রিপোর্ট করা হয় ক্যারিবীয়ান এ স্পিনারকে।

নারাইনের বোলিং অ্যাকশনে সন্দেহ প্রকাশ করনে মাঠের দুই আম্পায়ার অনিল চৌধুরি ও চেতিহোদি শামসুদ্দিন আর টিভি আম্পায়ার কুমার ধর্মাসেনা। সিএলটি-২০ আইন অনুযায়ী নারাইন বিসিসিআইর কাছে একটি আবেদন করতে পারবেন।

এটি হচ্ছে তাকে প্রথমবারের মত সাবধান করে দেওয়া। তবে তিনি পরের খেলাগুলো চালিয়ে যেতে পারবেন। আর তিনি যদি আবারো এমন সন্দেহে পড়েন তাহলে বিসিসিআইর অধীনে কোন টুর্নামেন্টে আর অংশগ্রহন করতে পারবেন না।

চ্যাম্পিয়নস লিগের এবারের আসরে এর আগে পাকিস্তানি দল লাহোর লায়ন্সের স্পিনার মোহাম্মদ হাফিজ ও আদনান রাসুলকে অবৈধ বোলিং সন্দেহে সতর্ক করে দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৩২০ ঘণ্টা, ৩০ সেপ্টেম্বর ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।