ঢাকা, বুধবার, ১২ আষাঢ় ১৪৩১, ২৬ জুন ২০২৪, ১৮ জিলহজ ১৪৪৫

ক্রিকেট

শাস্তি বহাল থাকছে আম্পায়ার নাদিরের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৭ ঘণ্টা, অক্টোবর ১, ২০১৪
শাস্তি বহাল থাকছে আম্পায়ার নাদিরের নাদির শাহ

ঢাকা: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন জানিয়েছেন, বোর্ডের দেওয়া দশ বছরের নিষেধাজ্ঞা বহাল থাকছে আম্পায়ার নাদির শাহের উপর। আর তিনি ঘরোয়া টি-টোয়েন্টি লিগে আম্পায়ারের দায়িত্ব পালন করবেন এমন খবরকেও মিথ্যা বলে জানিয়েছেন পাপন।



পাপন বলেন, ‘বোর্ড এখনও তার ব্যাপারে নিষেধাজ্ঞা তুলে নেয়নি। ’

কিছুদিন আগে আম্পায়ার কমিটির সেক্রেটারি মেম্বার সাইলাব হোসেন টুটুল জানিয়েছিলেন, বিসিবি নাদিরের নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। তবে পাপন জানিয়েছেন, তারা এ ব্যাপারে এখনও কোন সিদ্ধান্ত নেয়নি।

পাপন আরো বলেন, ‘আমি খবরের কাগজে এমন একটি সংবাদ দেখেছি। তবে বোর্ড তার সিদ্ধান্তে কোন পরিবর্তন আনেনি। ’

নাদির ২০১৩ সালের মার্চে দুর্নীতির দায়ে বিসিবি কর্তৃক দশ বছরের নিষেধাজ্ঞা পান।

নাদির শাহ এখন পর্যন্ত ৪০টি ওডিআই ও তিনটি টি-২০ ম্যাচে আম্পারের দায়িত্ব পালন করেছেন।

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, ১ অক্টোবর ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।