ঢাকা, বুধবার, ১২ আষাঢ় ১৪৩১, ২৬ জুন ২০২৪, ১৮ জিলহজ ১৪৪৫

ক্রিকেট

শ্রীলঙ্কার বিপক্ষে বাদ পড়লেন শামি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৭ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৪
শ্রীলঙ্কার বিপক্ষে বাদ পড়লেন শামি মোহাম্মদ শামি

ঢাকা: শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠে পাঁচ ম্যাচের এক দিনের সিরিজে ইনজুরির কারণে বাদ পড়লেন ভারতীয় ফাস্ট বোলার মোহাম্মদ শামি। তার পরিবর্তে প্রথম তিন ম্যাচের জন্য দলে নেয়া হয়েছে ধাওয়ান কুলকার্ণিকে।



বিসিসিআই এক ঘোষণার মাধ্যমে এ ব্যাপারটি নিশ্চিত করে। তবে, শামি কি ধরণের ইনজুরিতে পড়েছে এটি তারা কিছু জানায়নি।

কুলকার্ণি জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত একটি ওডিআই খেলেছিলেন। এছাড়া ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে দুটি প্রস্তুতিমূলক ম্যাচে অংশ গ্রহন করেছিলেন তিনি। যেখানে দুই ম্যাচে চারটি উইকেট নিয়েছিলেন।

কটাকে আগামী নভেম্বরের ২ তারিখে দুই দলের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১৬৫৮ ঘণ্টা, ২৭ অক্টোবর ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।