ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বিশ্বকাপের আগে রাইডারের ঝড়ো ইনিংস

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫০ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৪
বিশ্বকাপের আগে রাইডারের ঝড়ো ইনিংস জেসি রাইডার

ঢাকা: লিনক্লোনে আয়ারল্যান্ড একাদশের বিপক্ষে একদিনের ম্যাচে ওটাগোর হয়ে ৫৭ বলে ১৩৬ রানের একটি ঝড়ো ইনিংস খেললেন নিউজিল্যান্ডের ব্যাটসম্যান জেসি রাইডার। এর আগে বিশ্বকাপে খেলার ব্যাপারে তিনি কিউই জাতীয় দলের কোচ মাইক হেসনের সঙ্গে দেখা করেন।



এদিকে কোচেরও আশা বিশ্বকাপের আগে ভালো পারফরমেন্স করে তিনি দলে ঢুকতে পারবেন। ঐ ম্যাচে রাইডার ছয়টি চার ও ১৮টি চারের সাহায্যে ইনিংসটি সাজান। আর ওটাগো ম্যাচটি ১০৯ বল বাকি থাকতে জয়লাভ করে।

রাইডার এর আগে এ বছরের জানুয়ারীতে ভারতের সঙ্গে ওয়ানডে সিরিজে ছিলেন না। সেই ভারত সফরে তিনি দ্বিতীয় টেস্টে পানশালায় থাকার অভিযোগে বাদ পড়েছিলেন।

তবে কাউন্টি ক্রিকেটে তিনি এসেক্সের হয়ে ৯২.২৫ গড়ে ৩৬৯ রান করেছিলেন।

বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, ২৩ অক্টোবর ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।