ঢাকা, বুধবার, ১২ আষাঢ় ১৪৩১, ২৬ জুন ২০২৪, ১৮ জিলহজ ১৪৪৫

ক্রিকেট

জয়ের কাছাকাছি পাকিস্তান

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫০ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৪
জয়ের কাছাকাছি পাকিস্তান ছবি: সংগৃহীত

ঢাকা: দুবাইয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের চতুর্থ দিন শেষে সুবিধাজনক অবস্থানে রয়েছে পাকিস্তান। শেষ দিনের আগে তারা ৩৭৮ রানে এগিয়ে রয়েছে।

জয় পেতে পঞ্চম দিনে তাদের আরো ছয়টি উইকেট তুলে নিতে হবে।

এর আগে পাকিস্তান তাদের দ্বিতীয় ইনিংসে আহমেদ শেহজাদের ১৩১ রান এবং প্রথম ইনিংসে শতক হাঁকানো ইউনুস খানের অপরাজিত ১০৩ রানের উপর ভিত্তি করে ২ উইকেট হারিয়ে করে ২৮৬ রান।

এরপরই পাকিস্তান তাদের দ্বিতীয় ইনিংস ঘোষণা করে। ফলে, তাদের দলীয় লিড গিয়ে দাঁড়ায় ৪৩৭ রানে।

দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে চতুর্থ দিন শেষে বেশ চাপের মধ্যেই রয়েছে অস্ট্রেলিয়া। ৫৯ রান তুলতেই তারা হারিয়েছে চারটি উইকেট। এখনও তারা জয় থেকে ৩৭৯ রানে পিছিয়ে রয়েছে। হাতে রয়েছে ৬ ‌উইকেট।

পাকিস্তানের হয়ে দু’টি করে উইকেট নিয়েছেন জুলফিকার বাবর এবং ইয়াসির শাহ।

এর আগে পাকিস্তান তাদের প্রথম ইনিংসে সবক’টি উইকেট হারিয়ে ৪৫৪ রান তুলেছিল। দলের হয়ে ইউনুস ও সরফরাজ আহমেদ শতক করেন।

আর অস্ট্রেলিয়া তাদের প্রথম ইনিংসে ডেভিড ওয়ার্নারের শতক স্বতেও ৩০৩ রানে গুটিয়ে যায়। পাকিস্তানের হয়ে তিনটি উইকেট নেন ইয়াসির শাহ।

বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, ২৫ অক্টোবর ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।