ঢাকা, বুধবার, ১২ আষাঢ় ১৪৩১, ২৬ জুন ২০২৪, ১৮ জিলহজ ১৪৪৫

ক্রিকেট

মুমিনুল, মাহামুদুল্লাহর পর মুশফিক

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫০ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৪
মুমিনুল, মাহামুদুল্লাহর পর মুশফিক ছবি: শোয়েব মিথুন/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বসুন্ধরা সিমেন্ট প্রথম টেস্টের দ্বিতীয় দিন সফরকারী জিম্বাবুয়ের বিপক্ষে মুমিনুল হক, মাহামুদুল্লাহর পরে ব্যক্তিগত অর্ধশতক করলেন টাইগার দলপতি মুশফিকুর রহিম। এটি তার ১৪তম অর্ধশতক।



২০০৫ সালে ইংল্যান্ডের বিপক্ষে টেস্টে অভিষেক ঘটা মুশফিক এর আগে তিনটি শতকের পাশাপাশি করেছিলেন ১৩টি অর্ধশতক। তিনি ৪০টি টেস্টের ৭৫টি ইনিংস খেলেছেন।

ডানহাতি ২৭ বছরে পা রাখা মুশফিকের টেস্ট ক্যারিয়ারে সর্বোচ্চ ২০০ রানের একটি ইনিংস রয়েছে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বগুড়ার ব্যাটসম্যান মুশফিক এই ডাবল সেঞ্চুরি করেছিলেন।

বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, ২৬ অক্টোবর ২০১৪

** নবম অর্ধশতক হাঁকালেন মাহামুদুল্লাহ
** মুমিনুলের ষষ্ঠ অর্ধশতক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।