ঢাকা, বুধবার, ১২ আষাঢ় ১৪৩১, ২৬ জুন ২০২৪, ১৮ জিলহজ ১৪৪৫

ক্রিকেট

ওডিআইর শীর্ষে দ.আফ্রিকা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৬ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৪
ওডিআইর শীর্ষে দ.আফ্রিকা ছবি: সংগৃহীত

ঢাকা: নিউজিল্যান্ডকে ২-০তে সিরিজ হারিয়ে ওয়ানডের শীর্ষ স্খান ‍দখল করলো দক্ষিন আফ্রিকা। প্রোটিয়ারা দ্বিতীয় অবস্থানে থাকা অষ্ট্রেলিয়া থেকে মাত্র ১ পয়েন্ট এগিয়ে এই অবস্থানে রয়েছে।

আর ১১৪ পয়েন্ট নিয়ে অসিরা ওডিআই ৠাংকিং এ দ্বিতীয় অবস্থানে আছে।

গত পাঁচ বছরের মধ্যে এবারই প্রথম এবি ডি ভিলিয়ার্সরা এই শীর্ষ অবস্থান দখল করলো। এর আগে ২০০৯ সালে শেষ বারের মত দলটি শীর্ষে ছিল। পরে অসিদের কাছে চ্যাম্পিয়নস ট্রফিতে হেরে অবনমন হয় দলটির।

এদিকে বিশ্ব চ্যাম্পিয়ন ভারত ১১৩ পয়েন্ট নিয়ে আছে তৃতীয় স্থানে। আর ৬৯ পয়েন্ট নিয়ে তালিকার নবম স্থানে আছে বাংলাদেশ

বাংলাদেশে সময় : ১৮২৬ ঘন্টা অক্টোবর ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।