ঢাকা, বুধবার, ১২ আষাঢ় ১৪৩১, ২৬ জুন ২০২৪, ১৮ জিলহজ ১৪৪৫

ক্রিকেট

নিজের শেষ দেখে ফেললেন যুবি!

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২১ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৪
নিজের শেষ দেখে ফেললেন যুবি! যুবরাজ সিং

ঢাকা: তাহলে কি ভারতের হয়ে নিজের শেষ দেখে ফেললেন ২০১১ সালের বিশ্বকাপের ম্যান অব দ্য সিরিজ জেতা ভারতীয় ব্যাটসম্যান যুবরাজ সিং!

ভারতের হয়ে নিজের শেষ ম্যাচ খেলে ফেলেছেন, এমনটি মনে করেন বাঁহাতি তারকা ব্যাটসম্যান যুবি। তিনি বলেছেন, ‘খুব বেশি সম্ভাবনা রয়েছে ভারতের হয়ে আর খেলতে না পারার।

আমি তেমনটিই মনে করি। কিন্তু এটাও সম্ভাবনা রয়েছে আবারো ভারতের হয়ে ফেরার। আমি বিশ্বাস করি জাতীয় দলের হয়ে ফিরতে পারব। ’

৩২ বছর বয়সী যুবরাজ ভারতের ওয়ানডে জার্সি গায়ে গত বছর সর্বশেষ খেলেছেন দ. আফ্রিকার বিপক্ষে সিরিজে। আর এ বছর এপ্রিলে দেশের জার্সি গায়ে ঢাকায় টি-২০ বিশ্বকাপ ফাইনালে ভারতের হয়ে খেলেছেন তিনি।

আগামী বছর ফেব্রুয়ারি-মার্চে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে অনুষ্ঠিত বিশ্বকাপে খেলবে ভারত। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ভারতীয় দলে নিজের নাম থাকবে কিনা এমন প্রশ্নে গত বিশ্বকাপের নায়ক যুবরাজ বলেন, ‘নির্বাচকদের সিদ্ধান্ত সম্পর্কে আমি কিছু জানিনা। ’

তিনি আরো বলেন, ‘হয়তো আমি আর জাতীয় দলে ফিরতে পারব না৷ কিন্তু, ভারতীয় দলের জার্সিটা আবারো গায়ে চাপানোর লক্ষ্যেই আমি লড়াই চালিয়ে যাব। ’

বাংলাদেশ সময়: ১৮১৫ ঘণ্টা, ২৯ অক্টোবর ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।