ঢাকা, বুধবার, ১২ আষাঢ় ১৪৩১, ২৬ জুন ২০২৪, ১৮ জিলহজ ১৪৪৫

ক্রিকেট

‘দাদা’র দলকে সমর্থন জানাচ্ছেন শাহরুখ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৩ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৪
‘দাদা’র দলকে সমর্থন জানাচ্ছেন শাহরুখ শাহরুখ খান

ঢাকা: ইন্ডিয়ান সুপার লিগের কোনো ফুটবল দল কিনতে পারেননি বলিউড সুপার স্টার শাহরুখ খান। এই তারকা জানালেন, কলকাতার দল ছাড়া অন্য কোনো দল কেনার ইচ্ছে তার ছিলনা।

তবে, সৌরভ গাঙ্গুলীর দলকে শাহরুখ সমর্থন করছেন বলে জানিয়েছেন।

কলকাতা নাইট রাইডার্সের মালিক শাহরুখ আইএসএলের কোনো দল কিনেননি। যেখানে বলিউডের আরো অনেক তারকা দল নিয়ে ভারতীয় ফুটবলে হইচই ফেলে দিয়েছেন। তাদের মধ্যে অন্যতম হলেন অভিষেক বচ্চন, রনবীর কাপুর, হৃতিক রোশন এবং জন আব্রাহাম।

ক্রিকেট তারকাদের মধ্যে আইএসএলের দল নিয়েছেন ভারতীয় ক্রিকেট ঈশ্বর শচীন টেন্ডুলকার, সৌরভ গাঙ্গুলীরা। সৌরভ নিয়েছেন কলতাকার দল ‘অ্যাতলেতিকো দি কলকাতা’। আর এ দলটিই নিতে চেয়েছিলেন শাহরুখ।

নিজের পছন্দের দল পাননি বলে সাফ বক্তব্যে জানিয়ে দিলেন, ‘কলকাতা যখন পাইনি, তখন অন্য কোনো দলই নিতে আগ্রহ হয়নি। ’

তবে একইসঙ্গে শাহরুখ জানিয়েছেন, আইএসএলে ‘দাদা’র দলের প্রতি তার সমর্থন থাকছে। তিনি বলেন, ‘দাদা’র দলের প্রতি আমার পূর্ণ সমর্থন থাকছে। আমি চাই এ দলটি ভাল করুক। ‘দাদা’র এ দলটি চ্যাম্পিয়ন হোক এটাই আমি চাই। ’

বাংলাদেশ সময়: ১৬২৪ ঘণ্টা, ৩০ অক্টোবর ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।