ঢাকা, বুধবার, ১২ আষাঢ় ১৪৩১, ২৬ জুন ২০২৪, ১৮ জিলহজ ১৪৪৫

ক্রিকেট

দ্বিতীয় টেস্টেও দাপুটে শুরু পাকিস্তানের !

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৫ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৪
দ্বিতীয় টেস্টেও দাপুটে শুরু পাকিস্তানের ! সংগৃহীত

ঢাকা: ইউনুস খান ও আজহার আলীর ব্যাটে ভর করে দ্বিতীয় টেস্টেও দাপুটে শুরু করল পাকিস্তান। প্রথম দিন শেষে দুই উইকেট হারিয়ে ৩০৪ রান তোলে পাকিস্তান।



ইউনুস খান এবং আজহার আলী দুজনই সেঞ্চুরি হাঁকান। ইউনুস খান ১১১ রান এবং আজহার আলী ১০১ রানে অপরাজিত আছেন।

এর আগে মোহাম্মদ হাফিজ ৪৫ রান করে জনসনের বলে আউট হন এবং ৩৫ রান করে লিওনের বলে আউট হন আহমেদ শেহজাদ।

অস্ট্রেলিয়ার অধিনায়ক মাইকেল ক্লার্ক ৭ জন বোলার ব্যবহার করেও আর উইকেট ভাঙতে পারেন নি।   ইউনুস খান এবং আজহার আলী ২০৮ রানের পার্টনারশীপ করে দ্বিতীয় দিন ব্যাটিংয়ে নামবেন।

বাংলাদেশ সময়: ০৯০৫ ঘন্টা, ৩১ অক্টোবর ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।