ঢাকা, শনিবার, ২৭ বৈশাখ ১৪৩২, ১০ মে ২০২৫, ১২ জিলকদ ১৪৪৬

ক্রিকেট

১২ মিনিটেই শেষ পাক-ভারত ম্যাচের টিকিট

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:২০, নভেম্বর ১২, ২০১৪
১২ মিনিটেই শেষ পাক-ভারত ম্যাচের টিকিট ছবি: সংগৃহীত

ঢাকা: আগামী বছরের ১৫ ফেব্রয়ারি বিশ্বকাপের ম্যাচে ভারত মুখোমুখি হবে পাকিস্তানের। আর এ হাইভোল্টেজ ম্যাচের সকল টিকিট বিক্রি হয়েছে মাত্র ১২ মিনিটে।



পরের বছর অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের মাটিতে বসতে চলেছে বিশ্বকাপের ১১তম আসর। আর নিসন্দেহে সে আসরের সবথেকে হাইভোল্টেজ ম্যাচ হবে অ্যাডিলেডের ভারত বনাম পাকিস্তানের ম্যাচটি।

অ্যাডিলেড ওভালের সেই ম্যাচের টিকিট বুধবার মাত্র ১২ মিনিটেই শেষ হয়ে গিয়েছে বলে জানিয়েছে দ.অস্ট্রেলিয়ান সরকার।

অস্ট্রেলিয়ার এক কর্মকর্তা জন রাও বলেছেন, ’৫০ হাজার আসন বিশিষ্ট সাধারণ টিকিট মাত্র ১২ মিনিটেই বিক্রি হয়ে গিয়েছে। আমরা মাত্রই অ্যাডিলেডের এ স্টেডিয়ামটি সংস্কার করেছি। ’

এ গ্রাউন্ডেই বিশ্বকাপের চারটি ম্যাচ অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১৭১৯ ঘণ্টা, ১২ নভেম্বর ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।