ঢাকা, বুধবার, ২৪ বৈশাখ ১৪৩১, ০৮ মে ২০২৪, ২৮ শাওয়াল ১৪৪৫

ক্রিকেট

জিম্বাবুয়েকে ২৮৩ রানের টার্গেট দিয়েছে বিসিবি

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০০ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৪
জিম্বাবুয়েকে ২৮৩ রানের টার্গেট দিয়েছে বিসিবি ছবি: উজ্জ্বল ধর / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম থেকে: সফরকারী জিম্বাবুয়ের বিপক্ষে বেশ ভালই ব্যাটিং করেছে বিসিবি একাদশ। উল্টো করে বলা যায় প্রস্তুতি ম্যাচে বোলিং আর ফিল্ডিংয়ে বেশি সুবিধা আদায় করতে পারল না সফরকারীরা।



চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে বিসিবি একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় জিম্বাবুয়ে। আগে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ৫০ ওভারে বিসিবি একাদশ ২৮২ রান তোলে।

বিসিবি একাদশের হয়ে সর্বোচ্চ রান আসে জাতীয় দলের ওয়ানডে স্কোয়াড থেকে বাদ পড়া নাসির হোসেনের ব্যাট থেকে। ডানহাতি এ ব্যাটসম্যান করেন ইনিংস সর্বোচ্চ ৬১ রান। ৬২ বলে ৩টি চার আর ২টি ছয়ে নাসির তার ইনিংসটি সাজান।

এছাড়া দ্বিতীয় সর্বোচ্চ ৪৯ রান করেন ওপেনিংয়ে নামা শামসুর রহমান। শুভাগত হোম করেন ৪০ রান। তবে, শেষ দিকে ১৬ বলে ৩৩ রানের একটি ঝড়ো ইনিংস খেলেন আবুল হাসান। ইনিংসটি সাজাতে তিনি ৪টি ছক্কা হাঁকান।

এ ম্যাচে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিলেন জাতীয় দলের স্কোয়াডে থাকা আনামুল হক বিজয় এবং সাব্বির রহমানের। আনামুল ১৩ রান এবং ২২ রান করে আউট হন।

সফরকারীদের হয়ে ৪টি উইকেট তুলে নেন ভুসি সিবান্দা। এছাড়া দুটি করে উইকেট নেন মাদজিভা এবং নাইম্বু।

দ্বিতীয় ইনিংসে ২৮৩ রানের জয়ের টার্গেটে ব্যাট করছে জিম্বাবুয়ে।

বাংলাদেশ সময়: ১৩৫৮ ঘণ্টা, ১৯ নভেম্বর ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।